Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনয়ে গানের ইমন


১১ ডিসেম্বর ২০১৮ ১১:০৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১১:৫৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ইমন চক্রবর্তী। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কন্ঠশিল্পী। ‘তুমি যাকে ভালোবাসো…স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গান গেয়ে পেয়েছেন ভারতীয় জাতীয় পুরষ্কার। মূলত রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলেও এখন সবধরণের গানই করছেন ইমন। ইমন চক্রবর্তী বাংলাদেশেও বেশ জনপ্রিয়।


আরও পড়ুন :  চার বছরে রেডিও ঢোল


গানের শিল্পী ইমন গানের জন্য খবর হবেন সেটাই স্বাভাবিক। কিন্তু না ইমন এবার খবর হচ্ছেন অন্য কারণে। অভিনয়ে নাম লিখিয়েছেন গানের ইমন। কলকাতার গণমাধ্যমগুলো এমন খবরই দিচ্ছে। খবরে জানা যায়,  ভাস্কর চৌধুরী পরিচালিত ‘পয়লা বৈশাখ’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইমন চক্রবর্তী।

কিন্তু হঠাৎ অভিনয়ে কেন?

ইমনের জবাব যেন তৈরিই ছিল। তিনি বললেন,  ‘প্রথম কারণ চরিত্রটি খুব ভালো লেগেছে। খুবই আত্মমগ্ন একটি চরিত্র। কম কথা বলে। আমার পছন্দ হয়েছে। তাছাড়া একই কাজ করতে বড্ড একঘেয়েও লাগে। এতে আমিও একটা নতুন দিক এক্সপ্লোর করতে পারব। সেই জন্যই এই চরিত্রটা করা। দেখা যাক পারি কি না।’

দেখা যাক, গানের ইমন অভিনয়ে কতোটা দ্যুতি ছড়াতে পারেন।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  সিনেমায় চুক্তিবদ্ধ হতে বিদ্যার শর্ত!


ইমন চক্রবর্তী কন্ঠশিল্পী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর