Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমায় চুক্তিবদ্ধ হতে বিদ্যার শর্ত!


১০ ডিসেম্বর ২০১৮ ১৮:২৬

বিদ্যা বালান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পিংক। সুজিত সরকারের এই ছবিটি দর্শকদের চিন্তার জায়গাকে নাড়িয়ে দিয়েছিল। ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার সঙ্গে সমানতালে অভিনয় করেছেন তাপসী পান্নু। আলোচিত সেই ছবি এবার রিমেক হচ্ছে। কিছুদিনের মধ্যে তামিল ভাষায় দেখা যাবে পিংক। আর এতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের মিস পারফেকশনিস্ট বিদ্যা বালান।

শোনা যাচ্ছে পিংক-এর তামিল রিমেকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন বিদ্যা। তবে সেটা শর্ত যুক্ত। বিদ্যা শর্ত দিয়েছেন ছবিটির জন্য কোনও পারিশ্রমিক নেবেন না তিনি।

বাতাসে ভাসছে, ‘পিংক’-এর তামিল রিমেকে প্রধান পুরুষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় তামিল নায়ক তাহলা অজিতকে। তবে প্রধান যে নারী চরিত্র সেটি কে করবেন তা ঠিক হয়নি। নায়িকা নির্বাচনের অডিশন চলছে। বোঝাই যাচ্ছে ছবিটির মূল চরিত্রে বিদ্যা বালান থাকছেন না।

তাহলে ছবিটির কোন চরিত্রে দেখা যাবে তাকে? আর কেনোই বা ছবিটি করার জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না বিদ্যা? এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম/পিএ

বিদ্যা বালান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর