Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরেই পরীমনির প্রথম ওয়েব ফিল্ম


১০ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৫:০৪

প্রীতি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘স্বপ্নজাল’-এর পর আবারও একসঙ্গে কাজ করলেন ছবিটির পরিচালক ও নায়িকা জুটি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত প্রথম ওয়েব ফিল্মেও নায়িকা হয়েছেন পরীমনি। ‘প্রীতি’ নামের এই ওয়েব ফিল্মের মাধ্যমে পরীমনি প্রথমবারের মতো কাজ করলেন অনলাইন প্লাটফর্মে।

স্বল্পদৈর্ঘ্য ছবিটির দৃশ্যধারণ শেষ। এখন অপেক্ষা মুক্তির। ১৩ ডিসেম্বর এটি প্রকাশ করা হবে অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপ-এ, জানিয়েছে ‘প্রীতি’ ওয়েব ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেড।

তবে এবার কোনো পারিবারিক বা রোমান্টিক গল্প নয়। রোমাঞ্চকর এক গল্প নিয়ে হাজির হয়েছেন পরীমনি। ফিকশনটির দৈর্ঘ্য ৩৭ মিনিট। এতে নাম ভুমিকায় অভিনয় করেছেন পরী।

স্বল্পদৈর্ঘ্য ছবিটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘প্রীতি ছবির গল্পে রয়েছে রহস্যে ঘেরা এক রোমাঞ্চকর কাহিনী। এতে আমি অভিনয় করেছি প্রীতি নামের একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়। যে একদিন এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। আর সেলিম ভাইয়ের সঙ্গে কাজের আনন্দটাই আলাদা। অনেক যত্ন করে কাজ করেন তিনি। গত মাসের শুরুতে এর কাজ করেছি।’

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম তার প্রথম ওয়েব ফিল্ম সম্পর্কে বলেন, ‘প্রীতি একজন ক্রাইম রিপোর্টার। কিন্তু সমাজের অনেক অপরাধের ঘটনা সে প্রকাশ করতে পারে না। কারণ সে মেয়ে। কিন্তু প্রীতি হাল ছাড়ে না। দৃঢ় মনোবল নিয়ে সে এগিয়ে যায়।’

এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, সূচনা আজাদ, শহীদুল আলম সাচ্চু, রহমত আলী, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, কালিন্দী কনা, আমিরুল ইসলামসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

ওয়েব ফিল্ম. প্রীতি গিয়াস উদ্দিন সেলিম পরীমনি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর