Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ার নতুন ছবি ‘ফুড়ুৎ’


৮ ডিসেম্বর ২০১৮ ১৫:১২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ১৫:১৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘দেবী’ মুক্তির পঞ্চাশতম দিন পূর্ণ হলো আজ শনিবার। এই দিনটিতেই এলো চমকপ্রদ এক ঘোষণা। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’ থেকে আসছে আরও একটি সিনেমা। নাম ‘ফুড়ুৎ’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়া নিজেই দিয়েছেন এই ঘোষণা!

‘ফুড়ুৎ’ ছবির প্রাথমিক একটি পোস্টারও শেয়ার করেছেন জয়া আহসান। সেখানে হুইল চেয়ারে বসা একজন বৃদ্ধা, আর এক উচ্ছ্বল মা ও শিশুর হাতে আঁকা ছবি দেখা গেছে। ধারণা করা হচ্ছে এই ছবিতে মানুষের যাপিত জীবন ও বিবিধ টানাপোড়েনের বিশদ বর্ণনা থাকবে। ছবিটির শ্লোগান রাখা হয়েছে, ‘ফুড়ুৎ, এভাবেই পাখিরা উড়ে বাংলায়!’

‘ফুড়ুৎ’ জয়া আহসান প্রযোজিত দ্বিতীয় সিনেমা। সারাবাংলাকে গুনী এ অভিনেত্রী বলেছেন, ‘এখনো প্রি প্রোডাকশনের কাজ চলছে। আমরা চিত্রনাট্যটি বেশ ভালোভাবে তৈরী করছি। এরপর যাবো দৃশ্যধারণে। এই ছবিতে আমরা মানবিক একটি গল্প বলতে চাই।’

‘ফুড়ুৎ’ ছবিটি কে পরিচালনা করবেন? কবে দেখতে পাবে দর্শকেরা? জয়া বলেন, ‘এখনি কিছু বলতে চাচ্ছি না। এসব বিষয়ে চিন্তা ভাবনা চলছে। ঠিক হয়ে গেলে যথাসময়ে জানানো হবে। দোয়া করবেন যেন দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারি। দেবী’র মতো ফুড়ুৎ ছবিটি দেখেও যেন সবাই আনন্দ পায়।’

মুক্তির ব্যাপারে নিশ্চিত করে কিছু না বললেও ফেসবুকে জয়া লিখেছেন ‘ফুড়ুৎ’ উড়বে ২০১৯ সালে।

উল্লেখ্য, জয়া আহসান প্রযোজিত প্রথম সিনেমা ‘দেবী’। চলতি বছরে সবচেয়ে আলোচিত এই ছবিটি দর্শক-সমালোচক সবাইকে মুগ্ধ করেছে। হুমায়ূন আহমেদের একই শিরোনামের একটি উপন্যাস থেকে এই ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। যেখানে জয়া অভিনয় করেছেন রানু চরিত্রে আর চঞ্চল চৌধুরী হয়েছেন মিসির আলি।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :

বুদ্ধিজীবী দিবসে আসছে ‘পোস্ট মাস্টার ৭১’

কাঙ্গালিনী সুফিয়ার অবস্থার উন্নতি

‘সোনচিড়িয়া’য় ডাকাত সুশান্ত

ঐশীর সামনে ইতিহাসের হাতছানি

একযোগে ৬৪ জেলায়…

মুক্তি মিললো মিকা’র


জয়া আহসান দেবী ফুড়ুৎ সি তে সিনেমা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর