Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজার বজরা এবার দেশের বাইরে


৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৮ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৮ ১৪:২৭

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট ।।

মরমি সাধক হাছন রাজাকে নিয়ে নাট্যদল প্রাঙ্গনেমোর নাটক নির্মাণ করেছে এটা পুরনো খবর। নাটকের নাম- হাছন জানের রাজা। ইতিমধ্যে নাটকটির নয়টি মঞ্চায়ন হয়ে গেছে। দশম মঞ্চায়ন হবে আসছে ৬ ডিসেম্বর বৃহস্পতিবার, সিলেটের স্টেশন ক্লাবে। এইদিনে নাটকটির মঞ্চায়নের বিশেষত্ব হচ্ছে ৬ ডিসেম্বর হাছন রাজার ৯৬তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনে প্রথমবারের মতো হাছন রাজার জন্ম শহর সিলেটের মানুষ নাটকটি দেখতে পাবেন। এর পরের দিন সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে নাটকটির এগারোতম মঞ্চায়ন হবে সিলেটের কবি কাজী নজরুল মিলনায়তনে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  কেমন ছিল নিকিয়াঙ্কার বিয়ের সাজ


শাকুর মজিদ রচিত নাটকটির জন্য আরও সুখবর আছে। চলতি বছরের  ২০ এপ্রিল মঞ্চে ওঠা নাটকটি এবার যাচ্ছে দেশের বাইরে। কলকাতার কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র আয়োজিত ২৪ ৩ম নাট্যোৎসবে যাচ্ছে ‘হাছন জানের রাজা’। এই আয়োজনের মূল পৃষ্ঠপোষক ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়।

হাছন জানের রাজা নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  ‘গার্লফ্রেন্ড’ ২০ প্রেক্ষাগৃহে


অনন্ত হিরা প্রাঙ্গণেমোর শাকুর মজিদ হাছন জানের রাজা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর