Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান চালানো শিখছেন জাহ্নবী


৪ ডিসেম্বর ২০১৮ ১৫:৩২

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

গুঞ্জন সাক্সেনা ছিলেন ভারতীয় যুদ্ধ বিমানের পাইলট। কার্গিল যুদ্ধে যে দুজন নারী পাইলট যুদ্ধক্ষেত্রে ভারতের হয়ে লড়াই করার ডাক পেয়েছিলেন তাদেরই একজন গুঞ্জন সাক্সেনা। সাহসী এই পাইলটকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা এসেছিল বেশ আগে।

নাম চূড়ান্ত না হওয়া ছবিতে সাক্সেনার চরিত্রে অভিনয় করবেন বলিউডের নতুন মুখ জাহ্নবী কাপুর। এটিও চূড়ান্ত হয়ে গিয়েছে আগেই। এখন শুরু হয়েছে সিনেমার জন্য তার প্রস্তুতি।

মুম্বাই মিরর সূত্র জানিয়েছে, ‘জাহ্নবী কিছু দিনের মধ্যে বিমান চালনা বিষয়ে প্রশিক্ষণ নিতে শুরু করবেন। বিমান বাহিনীতে কাজ করা কর্মীদের জীবন সম্পর্কে ধারণা নিচ্ছেন তিনি। কিছুদিন আগে গুঞ্জন সাক্সেনার সঙ্গে দেখাও করেছেন জাহ্নবী। সাক্সেনার কাছ থেকে তখনকার যুদ্ধের সময়ের গল্প শুনছেন জাহ্নবী।’

জানা গেছে, আগামী বছর সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। এটি প্রযোজনা করবে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে।

এছাড়াও তিনি অভিনয় করছেন ‘তাখত’ সিনেমায়। ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর নির্মিত সিনেমাটিতে রণবীর সিং, কারিনা কাপুর, ভিকি কৌশলক এবং ভূমি পেন্ডেকারের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন তিনি।

সারাবাংলা/আরএসও/পিএ

অভিনেতী গুঞ্জন সাক্সেনা জাহ্নবী কাপুর বায়োপিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর