Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাচে গানে শাহরুখ-সালমানের যুদ্ধ


৪ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৬

শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’। এই ছবিতে শাহরুখ খান অভিনয় করেছেন বামন চরিত্রে। আর সে জন্যই সবার বারতি আগ্রহ ছবিটি নিয়ে। আছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনার মতো অভিনেত্রীও। ছবিটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর।

মুক্তির আগ পর্যন্ত তাই বিভিন্ন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখছেন ‘জিরো’ সিনেমা সংশ্লিষ্টরা। অনেকদিন আগেই জানা গেছে ছবির অতিথি চরিত্রে অভিনয় করেছেন বলিউড ভাইজান সালমান খান। দুই খানের একটি ভিডিও প্রকাশ করে দর্শকদের জানিয়েছিলেন ঈদের শুভেচ্ছা।

এবার সেই গানটি এলো বড় দৈর্ঘ্যে। গানে দেখা গেল অনেক মজাদার সব ঘটনা। বামন শাহরুখের সঙ্গে সালমানকে দেখা গেঝে নাচের মঞ্চে প্রতিযোগিতা করতে। শাহরুখের দুই হাত প্রসারিত করা সিগনেচার স্টাইলে দাড়িয়েছেন সালমান। আবার দুই পায়ের মাঝখানে গামছা দিয়ে সালমানের সিগনেচার নাচের মুদ্রা রয়েছে, সেই স্টাইলে নেচেছেন শাহরুখ খান। শুধু তাই নয়, শাহরুখের সঙ্গে এক মঞ্চে দেখা গেছে বলিউডের দুই জনপ্রিয় নৃত্যপরিচালক গণেশ আচার্য এবং রেমো ডি’সুজাকে।

‘ইশকবাজি’ শিরোনামের গানটি গেয়েছেন সুখিন্দার সিং এবং দিভিয়া কুমার। ইরশাদ কামিলের কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন অজয়-অতুল জুটি।

ছবির আরও অনেক চমক বাকি রয়েছে। ‘জিরো’ সিনেমার অতিথি চরিত্রে আরও অভিনয় করেছেন প্রয়াত শ্রীদেবী। তার অভিনীত দৃশ্য এখনো অপ্রকাশিত।

সারাবাংলা/পিএ

 

জিরো শাহরুখ খান সালমান খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর