Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্তমিত সূর্যের সঙ্গেই শেষ হলো ‘সাপলুডু’


৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৫

সিনেমা সাপলুডু

এন্টারটেইনমেন্ট করেডসপন্ডেন্ট ।।

শেষ হলো নতুন সিনেমা ‘সাপলুডু’র দৃশ্যধারণের সব কাজ। ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। এটি তার প্রথম সিনেমা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম।

টানা ৩১ দিন দৃশ্যধারণের পর শেষ হলো সিনেমার শুটিং। টেকনাফে হয়েছে শেষ দিনের কাজ। সমুদ্র সৈকতে সূর্য অস্তমিত হওয়ার সময় ক্যামেরা বন্দী করা হয়েছে শেষ অংশের দৃশ্য। সে সময় সমুদ্রপারে বসেছিলেন দুজন অভিনয়শিল্পী। তাদের খুব ভালোভাবে চেনা না গেলেও ধারণা করা হচ্ছে আরিফিন শুভ এবং মিমই হবেন তারা।

দৃশ্যটি কেমন ছিল সে বিষয়ে কোনো কথা জানাননি পরিচালক। গোলাম সোহরাব দোদুল সারাবাংলাকে বলেন, ‘আমরা এখন টেকনাফ থেকে রওনা হচ্ছি। গান ও সাধারণ দৃশ্য সবই ধারণ করা হয়ে গেছে। এডিট করতে গেলে হয়ত কিছু প্যাচ ওয়ার্ক করে নিতে হতে পারে।’

অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। ছবি শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত কোনো চমকের খবর বা দৃশ্যের ছবি প্রকাশ পায়নি কোথাও।

পরিচালক জানালেন অনেক চমক অপেক্ষা করছেন দর্শকদের জন্য। তিনি বলেন, ‘এটা সবাইকে আমাদের বলা ছিল। কেউ যেন কোনো ছবি বা তথ্য কোথায় না জানায়। দর্শকরা এই ছবি থেকে অনেক অনেক চমক পাবেন।’

ছবির শুটিং শেষ। এখন শুরু হবে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। আর ছবির চমকের খবরগুলো আয়োজন করে জানানো হবে দর্শকদের।

সারাবাংলা/পিএ

আরিফিন শুভ গোলাম সোহরাব দোদুল বিদ্যা সিনহা মিম সাপলুডু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর