বাড়ি ফিরলেন সোনালি বেন্দ্রে
২ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
নিজ বাড়ি ফিরেছেন ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। মুম্বাইয়ে তার বাড়ি ফেরার খবরটি সোনালি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিউ ইয়র্কে গত জুলাই মাস থেকে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিনি।
চিকিৎসা এখনো চলছে সোনালির। কিছু দিনের বিরতি পেতেই চলে এসেছেন মুম্বাই। চিকিৎসা শুরু হওয়ার পর এই প্রথম বাড়ি এলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোষ্ট করে তার ক্যাপশনে লিখেছেন আবেগঘন অনেক কথা।
সোনালি লিখেছেন, ‘দূরত্ব মানুষকে অনেক কিছু শেখায়। দূরে থাকায় আমার সব সময় মনে হয়েছে যে আমি অনেক গল্পের মধ্যে হাঁটছি। প্রত্যেকটি গল্প যেন আলাদা আলাদা অধ্যায় তৈরি করছে।’
বাড়ি ফেরা প্রসঙ্গেও লিখেছেন সোনালি বেন্দ্রে। ‘আমার হৃদয় যেখানে পড়ে থাকে, আমি এখন সেখানে। লিখতে পারছি না যে আমার স্বজন ও বন্ধুদের পেয়ে আমি কতটা আনন্দিত।’
তবে সোনালি বাড়ি ফিরলেও এটা স্পষ্ট করেছেন যে তার যুদ্ধ এখনো শেষ হয়নি। চিকিৎসার একটা বিরতি পেতেই বাড়ি ফিরেছেন সোনালি। ছুটি শেষে আবার ফিরবেন নিউ ইয়র্কে। সেখানে ক্যানসারের সঙ্গে মানসিক ও শারীরিক যুদ্ধ হবে তার।
৪ জুলাই ক্যানসারের খবরটি নিজেই সবাইকে জানিয়েছিলেন সোনালি। চিকিৎসার জন্য অনেকদিন আগেই ন্যাড়াও হতে হয়েছে তাকে।
সারাবাংলা/পিএ