Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খ্যাতিমান আলোকচিত্রী আনোয়ার হোসেন মারা গেছেন


১ ডিসেম্বর ২০১৮ ১৩:৫১ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ১৬:২৩

স্টাফ করেসপন্ডেন্ট।।

সূর্যদিঘল বাড়ি, এমিলির গোয়েন্দা বাহিনী, লালসালু, অন্যজীবন-এর মতো কালজীয় ছবির চিত্রগ্রাহক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আনোয়ার হোসেন মারা গেছেন।

শনিবার (০১ ডিসেম্বর) সকালে রাজধানীর পান্থপথের হোটেল অলিও ড্রিম হেভেন থেকে  তার মরদেহ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার উপ -পরিদর্শক লিটন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে মারা গেছেন। তিনি বলেন, আলোকচিত্রী আনোয়ার হোসেনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ফ্রান্সে থাকা তার পরিবার বা গ্রামের বাড়ি সৈয়দপুরের স্বজনরা ঢাকায় পৌঁছালে তারাই সিদ্ধান্ত নেবেন লাশের ময়দা তদন্ত করা হবে কিনা।

আনোয়ার হোসেন গত ২৮ নভেম্বর ফ্রান্স থেকে দেশে পৌঁছে পান্থপথের হোটেলটিতে  উঠেন। আজ সকাল ১০টায় তার এই হোটেল ছেড়ে দেওয়ার কথা  ছিল। বেলা ১১টায় হোটেলকর্মীদের ফোনে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

আনোয়ার হোসেনের জন্ম ১৯৪৮ সালে, পুরান ঢাকায়। অসাধারন চিত্রগ্রহণের জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৬৭ সালে আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আনোয়ার হোসেন। তার বাবা সিনেমা অফিসে চাকরি করতেন বলে প্রচুর ছবি দেখার সুযোগ পেতেন। সেখান চলচ্চিত্রের প্রতি আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহের কারণে স্থিরচিত্রের পাশাপাশি উল্লেখযোগ্য বেশি কিছু ছবির সিনেমাটোগ্রাফি করেছেন তিনি।

আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছিলেন। তবে মাঝে মাঝে তিনি দেশেও থাকতেন।

সারাবাংলা/পিএম

আনোয়ার হোসেন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর