Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলিয়েট সুহানা, উচ্ছ্বসিত শাহরুখ খান


১ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

একমাত্র কন্যা সুহানা খানের সঙ্গে টুইটারে একটি ছবি দিয়েছেন শাহরুখ খান। লিখেছেন, ‘আমার জুলিয়েটের সঙ্গে লন্ডনে।’ এই ছবি দেখার পর সবার মনে প্রশ্ন সুহানাকে ‘জুলিয়েট’ সম্বোধন করার কি কারণ?

সুহানাকে জুলিয়েট সম্বোধন করার কারণ মঞ্চনাটকে এই নামের একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখকন্যা। আর মেয়ের অভিনয় দেখতে সবকিছু ছেড়ে ব্রিটেনে উড়ে গিয়েছেন কিং খান। পড়ে মেয়ের সঙ্গে ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। লিখেছেন, ‘আমার জুলিয়েটের সঙ্গে লন্ডনে। কি আসাধারণ পারফর্ম্যান্স! গোটা টিমকেই অভিবাদন জানাই।’

বলিউড বাদশার এই পোস্টের নিচে একজন লিখেন, ‘শ্রেষ্ঠ বাবা!’

শাহরুখ খান সবসময়ই একজন গর্বিত পিতা। অভিনয়ের পাশাপাশি যেমন চমৎকার সংসার সাজিয়েছেন। তেমনি সন্তানদেরও মানুষ করেছেন যত্নের সাথে। বড় ছেলে আরিয়ান আমেরিকায় পড়াশোনা করছেন, সুহানাও অভিনয়ে নিচ্ছেন উচ্চতর ডিগ্রী। আর এই সবকিছু শাহরুখ সামলাচ্ছেন দারুণ দক্ষতায়।

মেয়ে সুহানা লন্ডনের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন। সেখানেই একটি মঞ্চ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে। একারণেই জুলিয়েটের ভূমিকায় সুহানার পারফর্ম্যান্স দেখতে লন্ডনে উড়ে গিয়েছিলেন শাহরুখ। সুহানার পারফর্ম্যান্স দেখে মুগ্ধ হয়ে তিনি ইন্সটাগ্রামে তাকে ডেডিকেট করে একটি লেখাও লেখেন।

১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করেন শাহরুখ। তাদের দ্বিতীয় সন্তান সুহানা।

উল্লেখ্য, শাহরুখ খান আপাতত তার ‘জিরো’ সিনেমার প্রচার নিযে খুবই ব্যস্ত। জিরো মুক্তি পাবে ডিসেম্বরের ২১ তারিখ। আনন্দ এল রাই পরিচালিত ছবিটিতে কিং খান ছাড়াও অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/আরএসও

https://www.instagram.com/p/Bq0jC-kgWb5/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control

https://www.instagram.com/p/BqShsxslXyY/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control

শাহরুখ খান সুহানা খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর