আজ নিকিয়াঙ্কার বিয়ে
১ ডিসেম্বর ২০১৮ ১৩:২৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ১৩:৩১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
রাজস্থানের যোধপুর শহরে আজ উৎসবের আমেজ। কারণ কিছু সময় পরেই শহরটির উমেদ ভবনে বসতে যাচ্ছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের আসর। বিয়ে উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অতিথিরা।
প্রিয়াঙ্কা-নিকের বিয়ে উপলক্ষ্যে রাজকীয় কায়দায় সেজেছে যোধপুরের উমেদ ভবন প্যালেস। বিয়েতে রাজস্থানের রাজকীয় ঘরানার ছোঁয়া দিতে সেখানে আড়ম্বরে সেজে উঠছে প্যালেস চত্বর।
ডিসেম্বর প্রথম দিনে (শনিবার) হিন্দু মতে বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে নিক ও প্রিয়াঙ্কার। পরদিন রোববার আয়োজিত হবে প্রিয়াঙ্কা-নিকের খ্রীষ্টান মতে বিয়ে। আর তার আগে শুক্রবার থেকে অবশ্য মেহেদী ও সঙ্গীতের পার্টিতে মেতে ছিলেন নিক-প্রিয়াঙ্কা। ছিলেন দুই পরিবারের সদস্যরাও।
প্রিয়াঙ্কা-নিক জোনাসে বিয়ের অন্যতম চমক হিসাবে থাকছে খাদ্য তালিকায় থাকা কিছু রাজকীয় পদ। মোগল, ভারতীয় ও ব্রিটিশ কায়দায় রান্না হচ্ছে খাবারগুলো। খাবারের সঙ্গে থাকবে রেড ওয়াইনসহ নানা ধরণের আকর্ষণীয় পানীয়ও।
ভারতীয় রান্নার স্বাদে অতিথিদের মন জয় করতে বিদেশ থেকে একাধিক শেফকে উড়িয়ে আনা হয়েছে। খাবারের তালিকায় সবচেয়ে আগে থাকছে রাজস্থানী কিছু পদ। কের সাঙ্গরি, বাজরার রুটি, মকাইয়ের রুটি, রাজস্থানী কারি-পকোড়া, ডাল বাটি চুরমা। শুধু ভারতীয় খাবারের পদই নয়, এই আয়োজনে থাকছে ইতালিয়ান রান্নাও।
আর কোন কোন রাজকীয় রান্নার পদ থাকছে? উমেদ ভবন সূত্রের দাবি, এদিনের আয়োজনে থাকছে মেক্সিকান, চাইনিজ ধাঁচের বেশ কিছু বিখ্যাত খাবারও। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিরা এই বিয়েতে একাধিক জিভে জল আনা স্বাদের খাবার খেতে চলেছেন।
সারাবাংলা/টিএস/আরএসও