Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া পদক পেলেন দুই গুণীজন


৩০ নভেম্বর ২০১৮ ১২:৪৭

মুনীর চৌধুরী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দুই গুণীর হাতে উঠলো মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া পদক। সম্মাননা ও পদকপ্রাপ্তরা হলেন দেবজিত বন্দোপাধ্যায় এবং পান্থ শাহরিয়ার। ১৯৮৯ সাল থেকে মুনীর চৌধুরী সম্মাননা ও ১৯৯৭ সাল থেকে জাকারিয়া পদক প্রদান করে আসছে নাট্য সংগঠন থিয়েটার।

এবছর ভারতের নাট্য গবেষক ও সংগীতশিল্পী দেবজিত বন্দোপাধ্যায় পেয়েছেন ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং নাট্যনির্দেশক ও অভিনেতা পান্থ শাহরিয়ার পেয়েছেন ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। থিয়েটারের দলপ্রধান ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।

মুনীর চৌধুরী সম্মাননা পাওয়ার পর দেবজিত বন্দ্যোপাধ্যায় তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি এই পুরস্কারের জন্য কতটা যোগ্য তা জানি না। তবে এই পুরস্কার আমাকে গৌরবান্বিত করেছে। মুনীর চৌধুরীর নামের সঙ্গে সম্পৃক্ত এই স্বীকৃতিটি আমার কাছে অনেক বড় প্রাপ্তি। যদিও কখনই স্বীকৃতির জন্য কাজ করিনি।’

পান্থ শাহরিয়ার বলেন, ‘স্বীকৃতির আশায় কাজ না করলেও যেকোনো স্বীকৃতিই অনুপ্রেরণা যোগায়। মঞ্চ আমার ভালোলাগা-ভালোবাসার জায়গা। এখান থেকে স্বীকৃতি বা পুরস্কার পাওয়া আমার জন্য আনন্দের।’ অনুষ্ঠানের শেষাংশে নাটকের গান পরিবেশন করেন দেবজিত বন্দ্যোপাধ্যায়।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্যচর্চায় যে কয়টি নাট্যদল অগ্রণী ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার’।

বিজ্ঞাপন

মুনীর চৌধুরী সম্মাননা যারা পেয়েছেন যারা

মোহাম্মদ জাকারিয়া (১৯৮৯), অমলেন্দু বিশ্বাস (মরণোত্তর, ১৯৯০), আবদুল্লাহ আল-মামুন (১৯৯১), নাগরিক নাট্য সম্প্রদায় (১৯৯২), সৈয়দ জামিল আহমেদ (১৯৯৪), রামেন্দু মজুমদার (১৯৯৫), প্রকাশনা সংস্থা মুক্তধারা (১৯৯৬), সাঈদ আহমদ (১৯৯৭), ফেরদৌসী মজুমদার (১৯৯৮), সৈয়দ শামসুল হক (১৯৯৯), আতাউর রহমান (২০০০), মামুনুর রশীদ (২০০১), নাসির উদ্দীন ইউসুফ (২০০২), সেলিম আল দীন (২০০৩), আলী যাকের (২০০৪), নিখিল সেন (২০০৫), আসাদুজ্জামান নূর (২০০৬), জিয়া হায়দার (২০০৭), মলয় ভৌমিক (২০০৮), পার্থপ্রতিম মজুমদার (২০০৯), অধ্যাপক আবদুস সেলিম (২০১০), আরণ্যক নাট্যদল (২০১১), লিয়াকত আলী লাকী (২০১৩), মৃত্তিকা চাকমা (২০১৪), ম. হামিদ (২০১৫), কেরামত মাওলা (২০১৬), ইসরাফিল শাহীন (২০১৭) এবং ২০১৮ সালে দেবজিত বন্দোপাধ্যায়।

মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক যারা পেয়েছেন

আহমেদ ইকবাল হায়দার (১৯৯৭), মান্নান হীরা (১৯৯৮), শিমুল ইউসুফ (১৯৯৯), ঠান্ডু রায়হান (২০০০), খালেদ খান (২০০১), দেবপ্রসাদ দেবনাথ (২০০২), আলোক নির্দেশক নাসিরুল হক খোকন (২০০৩), মাসুম রেজা (২০০৪), আমিনুর রহমান মুকুল (২০০৫), ফয়েজ জহির (২০০৬), জগলুল আলম (২০০৭), শুভাশিস সিনহা (২০০৮) বাবুল বিশ্বাস (২০০৯), অসীম দাশ (২০১০), নাট্যপত্রিকা থিয়েটারওয়ালা (২০১১), সুদীপ চক্রবর্তী (২০১২), সামিনা লুৎফা নিত্রা (২০১৩), আইরিন পারভীন লোপা (২০১৪), আকতারুজ্জামান (২০১৫), অভিজিৎ সেনগুপ্ত (২০১৬), রুমা মোদক (২০১৭) এবং ২০১৮ সালে পান্থ শাহরিয়ার।

সারাবাংলা/পিএ

জাকারিয়া পদক থিয়েটার মুনীর চৌধুরী সম্মাননা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর