ছাড়পত্র পেলো যৌথ প্রযোজনার ‘তুই আমার রানী’
২৯ নভেম্বর ২০১৮ ১৬:২৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৬:৩০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
আবারও দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই আমার রানী’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশি পরিচালক সজল আহমেদ এবং কলকাতার পীযূষ সাহা। মিষ্টি জান্নাত ও কলকাতার সূর্য এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন।
বুধবার (২৮ নভেম্বর) সিনেমাটি বাংলাদেশে মুক্তির জন্য বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক সজল আহমেদ। তিনি বলেন, ‘আনকাট সেন্সর পেয়েছে “তুই আমার রানী”। সিনেমার গল্পটি ভিন্নধর্মী। সেন্সবোরর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। আমি মনে করি সিনেমাটি দর্শক ভালোভাবে গ্রহণ করবে।’
কবে নাগাদ মুক্তি পেতে পারে ছবিটি? এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘নির্বাচনের কারণে সব থমকে আছে। তবে জানুয়ারিতে মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। এটি দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাবে। পশ্চিমবাংলায় সেন্সর ছাড়পত্র পেলে ভালো দিন দেখে মুক্তি দেবো। আশাকরছি সোমবার ভারতে সেন্সর ছাড়পত্র পেয়ে যাবে ছবিটি।’
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো হরিদেবপুরের সমাজ হিতৈষী নেতা রাজা। সমাজসেবার পাশাপাশি হঠাৎ যে কারও প্রেমে পড়ার অভ্যাস তার। সেটা স্কুলশিক্ষিকাও হতে পারে, আবার ছাত্রীও হতে পারে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শিবরামের সঙ্গে তার সবসময়ই দা-কুমড়া সম্পর্ক। বিরোধটা মূলত একাল বনাম সেকাল। সেই শিবরামের মেয়ে শ্রেয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রাজা।
এরকমই এক গল্পে সিনেমার কাহিনী এগিয়েছে। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে মিষ্টি জান্নাতের হ্যাভেন মাল্টিমিডিয়া ও ছবির অন্যতম পরিচালক পীযূষ সাহার প্রিন্স এন্টারটেইনমেন্ট পি-৪। দুই বছর আগে ভারতের রামুজি ফিল্ম সিটিতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল।
সারাবাংলা/আরএসও/পিএ
তুই আমার রানী পীযূষ সাহা মিষ্টি জান্নাত যৌথ প্রযোজনা সজল আহমেদ