Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করলেন দীপবীর


২৯ নভেম্বর ২০১৮ ১৪:৪৬

দীপবীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

মুম্বাই রিসেপশনের মাধ্যমে বিয়ে পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করলেন নব দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বুধবার (২৮ নভেম্বর) রাতে মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে অনুষ্ঠিত হয় দীপবীরের শেষ রিসেপশন। এতে অংশ নেন নব-দম্পতির বলিউড বন্ধুরা।

দীপবীর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেপশনের কিছু ছবি পোস্ট করেছেন তাদের ভক্তকূলের জন্য। তবে আয়োজনে বলিউডের নামজাদা কারা এসেছিলেন তার কোনো ছবি প্রকাশ পায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকী ভারতীয় গণমাধ্যমেও।

মুম্বাই রিসেপশনে দীপবীরের থিম কালার ছিল সাদা-সোনালী। সাদার মধ্যে সোনালী রংয়ের নকশার শাড়ি পরেছিলেন দীপিকা। কানে, গলায় ও হাতে ছিল ভাড়ী গহনা। আর রণবীরের পরনে ছিল সাদা-সোনালী শেরওয়ানি।

বিয়ের পর বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতে হয় দীপবীরের প্রথম রিসেপশন। মুম্বাইতে ছোট পরিসরে একটি রিসেপশনের পর ২৮ নভেম্বর বড় পরিসরে হয়েছে দীপবীরের বিয়ে পরবর্তী আয়োজন। আর এরমধ্য দিয়ে শেষ হলো তাদের বিয়ের পরের আয়োজন। এখন তারা আবার ফিরবেন কাজে।

নভেম্বরের ১৪ ও ১৫ তারিখে ইতালির লেক কেমোতে বিয়ে হয় বলিউডের জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পীর।

সারাবাংলা/পিএ

দীপবীর দীপিকা পাডুকোন রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর