Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম সপ্তাহে চল্লিশটি প্রেক্ষাগৃহে ‘দহন’


২৯ নভেম্বর ২০১৮ ১৩:৫২ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৩:৫৬

দহন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।। 

শুক্রবার (৩০ নভেম্বর) সারাদেশে মুক্তি পাচ্ছে ‘দহন’। প্রথম সপ্তাহে চল্লিশটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি। এর মধ্যে ঢাকায় স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, বলাকা, শ্যামলী ও মধুমিতা হলগুলো রয়েছে। আর চট্টগ্রামে দহন দেখাবে আলমাস ও সিলভার স্ক্রিন।

এ বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা ‘দহন’। শুরু থেকেই আলোচনার তুঙ্গে রয়েছে ছবিটি। ‘দহন’-এর ট্রেইলার পছন্দ করেছে দর্শকেরা, গানও সাড়া ফেলেছে বেশ। ধারণা করা হচ্ছে, ‘পোড়ামন ২’ ছবির সাফল্যের পর সিয়াম-পূজা জুটি দিতে যাচ্ছেন আরও একটি হিট সিনেমা।

‘দহন’ ছবির প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘প্রথম সপ্তাহে চল্লিশটি প্রেক্ষাগৃহে যাচ্ছে দহন। এটা রাজনৈতিক গল্পের সিনেমা। আমার ধারণা দর্শকরা বেশ পছন্দ করবে ছবিটি। সেক্ষেত্রে পরের সপ্তাহে হল আরও বাড়বে। একশ কিংবা দেড়শ হলও ছাড়িয়ে যেতে পারে।’

‘দহন’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। তিনি বলেন, ‘পোড়ামন ২ ছবিটিও প্রথম সপ্তাহে কম হল পেয়েছিল। পরের হল বেড়েছে এবং কোন কোন হলে এখনো চলছে। দহন পোড়ামন ২ এর রেকর্ডও ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

আপাতত ঢকা ও চট্টগ্রামের আংশিক হল তালিকা প্রকাশ করা হলেও শুক্রবারের আগেই পুরো তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

প্রসঙ্গত, ‘দহন’ ছবিতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন মম, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, সুষমা সরকারসহ আরও অনেকে।

সারাবাংলা/টিএস/পিএ

আব্দুল আজিজ দহন পূজা রায়হান রাফি সিয়াম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর