Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একমাত্র ‘উইমেন’ মেহরিন!


৩০ নভেম্বর ২০১৭ ১৩:১৮

স্টাফ করেসপন্ডেন্ট

আইয়ুব বাচ্চুর পাশের আসনটি খালি রাখা হয়েছিলো মেহরিনের জন্য। মেহরিন এলে আইয়ুব বাচ্চু তার কানে কিছু একটা বললে মেহরিন হেসে ওঠেন! কী এমন গোপন কথা- জানার জন্য বেশিক্ষন অপেক্ষা করতে হলো না। অনুষ্ঠান শুরু হতেই আইয়ুব বাচ্চু মাইক্রোফোন হাতে বলে উঠলেন, ‘মেহরিনকে আমি একটা প্রশ্ন করতে চাই। একটু আগে আমাদের মধ্যে আলাপ হচ্ছিলো বিষয়টি নিয়ে। তো মেহরিন খুব সুন্দর একটা উত্তর দিয়েছে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গটি ব্যান্ডফেস্টে তার অংশগ্রহণ নিয়ে। ১৬টি ব্যান্ড নিয়ে ১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে চতুর্থবারের মতো বসবে ‘ব্যান্ডফেস্ট’। ওই উৎসবে অংশগ্রহণকারী সমস্ত ব্যান্ডই প্রতিনিধিত্ব করছে ছেলেরা। একমাত্র ‘উইমেন’ হিসেবে মেহরিন থাকছেন তার ব্যান্ড ‘আনাড়ি’ নিয়ে। এটা নিয়েই আইয়ুব বাচ্চু রসিকতা করে প্রশ্নটি করেন মেহরিনকে। ইতিহাস টানেন ‘পিলু আপা (পিলু মমতাজ) যেমন এসেছিলেন সেই আজম খান, ফেরদৌস ওয়াহিদদের সময়। এ সময়ে এলে তুমি।’

মেহরিনের উত্তর- ‘আমার অনেক সাহস। আপনি যখন নিজের প্রতি বিশ্বাসী হবেন, তখন একা থাকলেও কোনো সমস্যা হবে না। আমি নিজেকে বিশ্বাস করি আর এ কারণেই জানি কোনটা সঠিক কোনটা ভুল!’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর