Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় হবে বিবাহ বার্ষিকী


২৮ নভেম্বর ২০১৮ ১৭:২৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৭:৪৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

অস্ট্রেলিয়ায় বিয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। গেল বছরের ডিসেম্বর মাসের ১১ তারিখে বিয়ে করেন দুজন, তাদের বিয়ের অনুষ্ঠান হয় ইতালির তুসকেনিতে। এরপর থেকে একই ছাদের নিচে সংসার করছেন ভারতের এই দুই বড় তারকা। তাদের সংসারের গাড়িও চলছে বেশ।


আরও পড়ুন :  কনটেম্পোরারি ডান্স ফেস্টিভ্যাল- ১ম দিন [ফটো স্টোরি]


ভারতে যে কয়টি প্রেমিক জুটি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় বিরাট-আনুশকার নাম। প্রেম এবং সংসার জীবনেও দুজনে সফল। আসছে ডিসেম্বরের ১১ তারিখে একবছর পূর্ণ হবে তাদের বিয়ের। বিয়ের প্রথম বর্ষপূর্তির যাবতীয় আনন্দ করার জন্য তারা বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে।

ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকবেন কোহলি। ফলে কোহলির পক্ষে ওই দ্বীপ দেশটি ছাড়া অন্য কোথাও যাওয়াও অবশ্য সম্ভব নয়। এজন্য দেশটির সমুদ্র তীরে বা দামী কোন রিসোর্টে বিশেষ ওই দিনটি একান্তে কাটাবেন দুজন।

আনুশকা এখন ‘জিরো’ ছবিটির প্রচারে ব্যস্ত রয়েছেন। ডিসেম্বরের ২১ তারিখে ছবিটি মুক্তি পাবে। এতে আনুশকা ছাড়াও অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ। পরিচালনা করেছেন আনন্দ এল রাই। ছবিতে আনুশকা প্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করেছেন।

সারাবাংলা/টিএস/পিএ


আরও পড়ুন :

আসিফের গানে তানহা তাসনিয়া

অপূর্ব-মেহজাবিনের ‘সুখে দুঃখে’

চিত্রনাট্যকারদের পারিশ্রমিক বাড়ানোর পক্ষে আমির খান

‘হক এর ঘর’ মুক্তি পাচ্ছে ইউটিউবে

নিকিয়াঙ্কার পর বিয়ের লাইনে কপিল শর্মা


আরও দেখুন :

৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]

বিজ্ঞাপন

আনুশকা শর্মা জিরো বিরাট কোহলি শাহরুখ খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর