‘বিজয়া’ ছবিতে জয়ার লুক প্রকাশ
২৭ নভেম্বর ২০১৮ ১৯:১৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ২১:৫২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বিজয়াতে কেমন দেখতে লাগবে জয়া আহসানকে? সেটা জানা গেল সম্প্রতি। ‘বিজয়া’ সিনেমায় জয়া আহসানের লুক প্রকাশ পেয়েছে সোমবার। আজ (২৭ নভেম্বর) জয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো প্রকাশ করেছেন।
আরও পড়ুন : আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হবে ব্যান্ড ফেস্ট
কলকাতায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ‘বিজয়া’ সিনেমার পোস্টার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবির চ্যাটার্জি, জয়া আহসান, ছবির পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলীসহ সংশ্লিষ্টরা।
‘বিজয়া’ ছবিটি ‘বিসর্জন’ সিনেমার দ্বিতীয় পর্ব। ‘বিসর্জন’ ছবিটি ২০১৭ সালে পায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৬৪ তম আসরে ছবিটি হয় সেরা বাংলা চলচ্চিত্র। চলতি বছরের ২৫ এপ্রিল সন্ধ্যায় কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে ‘বিজয়া’ সিনেমা নির্মাণের ঘোষণা আসে।
সেসময় জয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘বিসর্জন আমার প্রাণের অত্যন্ত কাছাকাছি একটি চলচ্চিত্র। পদ্মা থেকে শুরু করে নাসির আলী, গনেশ মন্ডল প্রতিটি চরিত্রই এখনও উজ্বল বাঙালির মননে। কিন্তু কিছু কিছু গল্প হঠাৎ শেষ হয়ে যায় না। তাই পদ্মা, নাসির আলী, গণেশ মণ্ডলরা আবার ফিরছে বড় পর্দায়। বিসর্জনের বিজয়া নিয়ে। আর তারই ঘোষণা হলো গতকাল সন্ধে বেলায়। আমার বিশ্বাস বিসর্জনের মতো বিজয়াও আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে।’
চরিত্র থাকছে সব একই রকম। ছবিটি প্রযোজনা করছে ওপেরা।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
‘সিনেমার সকল ব্যর্থতা নিজের কাঁধে নিলাম’
রোহিত ও টোটার সঙ্গে বাংলাদেশের অরিন
কণ্ঠশিল্পীতেই বিএনপি’র আস্থা
প্রিসলির সঙ্গে নিজের তুলনা, ট্রাম্পকে নিয়ে হাস্যরস
ঠকবাজ তৌসিফ, ব্যতিক্রমী টয়া-সাফা
আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত
শাহরুখকে মারবে না কলিঙ্গ সেনা
ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘দি ডিরেক্টর’
সেন্সরের দিনে এলো ‘দহন’-এর গান
আরও দেখুন :
৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]