কণ্ঠশিল্পীতেই বিএনপি’র আস্থা
২৭ নভেম্বর ২০১৮ ১৪:৩০ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৫:৪৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
‘দীর্ঘ দিন ধরেই বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছি। আমার এলাকার মানুষের সেবা করার জন্য তাই নির্বাচনে অংশ নিচ্ছি। দল থেকে সবুজ সংকেত পেয়েছি। জয় নিয়ে ঘরে ফিরব। আপাতত জয় ছাড়া আমি বিকল্প কিছু ভাবছিনা। আমি দলের আস্থার প্রতিদান দিতে চাই।’
বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন কণ্ঠশিল্পী মনির খান। তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করবেন।
আরও পড়ুন : প্রিসলির সঙ্গে নিজের তুলনা, ট্রাম্পকে নিয়ে হাস্যরস
মনির খান ছাড়াও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আরও দুই কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবি নাজনীন। তারা মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সিরাজগঞ্জ-১ ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে।
বিএনপির পক্ষে নির্বাচনের অংশগ্রহণ করতে পেরে মনের ইচ্ছাপূরণ হয়েছে বলে জানিয়েছেন কনকচাঁপা। তিনি বলেন, ‘মনোনয়নপত্র কেনার পর থেকেই এলাকার মানুষের অনেক শুভেচ্ছা পেয়েছি। তাদের মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখেছি। সেই দিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিয়েছে। গানের জগতে সফল হয়েছি যেমন, রাজনীতিতেও সফল হবো আমার বিশ্বাস।’
তিনি আরও বলেন, ‘বাকি জীবন মানুষের সেবক হয়ে যাবো যেমনটি আমি আমার মা’কে দেখে এসেছি। তিনি মানবসেবা করেন নিজের অজান্তেই এবং তার এই গুণ সবার অলক্ষ্যে আমার উপর ভর করেছে।’
এদিকে বেবী নাজনীন মনোনয়ন পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকার মানুষের সেবা করার জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি জানান, ‘আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেয়েছি। জয়িও হবো ইনশাআল্লাহ। আমার জন্মস্থান সৈয়দপুর, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নেব।’
গতকাল সোমবার (২৬ নভেম্বর) মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে তিন কণ্ঠশিল্পী বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় ফেসবুক ওয়ালে সবার কাছে দোয়া চেয়ে লেখা পোস্ট করেছেন কনকচাঁপা। তার মতে শিল্পীরা সমাজকে ভালোকিছু উপহার দিতে পারে।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
ঠকবাজ তৌসিফ, ব্যতিক্রমী টয়া-সাফা
আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত
শাহরুখকে মারবে না কলিঙ্গ সেনা
ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘দি ডিরেক্টর’
সেন্সরের দিনে এলো ‘দহন’-এর গান
আরও দেখুন :
৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]