Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও সিনেমায় গান গাইবেন শাকিব খান


২৬ নভেম্বর ২০১৮ ১৮:৪৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৯:১৪

শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

জানুয়ারি থেকে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সিনেমার নাম ‘বীর’। এটি পরিচালনা করবেন গুণী পরিচালক কাজী হায়াৎ। প্রযোজক হিসেবে থাকবেন মোহম্মদ ইকবাল।


আরও পড়ুন :  আমজাদ হোসেনের জন্য ব্যাংকক থেকে আসছে চিকিৎসক দল


এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে জয়া আহসান অথবা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীকে। নায়িকা নির্বাচন প্রসঙ্গে প্রযোজক ইকবাল সারাবাংলাকে বলেন, ‘জয়া আহসানের সঙ্গে পাকা কথা হয়নি। তবে প্রাথমিকভাবে তাকে বলা হয়েছে। ওদিকে শ্রাবন্তীও আমাদের ভাবনায় রয়েছে। এখনই সব বলতে পারছিনা। সময় প্রয়োজন।’

এই সিনেমার মাধ্যমে প্রথবারের মতো কাজী হায়াতের সিনেমায় কাজ করবেন শাকিব খান। সমসাময়িক মাদক সন্ত্রাস আর বাস্তবধর্মী কিছু প্রেক্ষাপট নিয়ে সিনেমার কাহিনী এগোবে। এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

এদিকে ‘বীর’ সিনেমায় দ্বিতীয়বারের মতো কণ্ঠশিল্পী হিসেবে আবির্ভূত হবেন শাকিব খান। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক। এর আগে শাকিব খান মালেক আফসারি পরিচালিত ‘মনের জ্বালা’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন। এছাড়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমার অডিও অ্যালবামে প্রকাশ পেয়েছিল শাকিব খানের কণ্ঠে আবৃত্তি।

অন্যদিকে দীর্ঘদিনের অভিমান ভেঙে আবারও বদিউল আলম খোকনের সঙ্গে সিনেমা করছেন শাকিব খান। সিনেমাপাড়ায় ভেসে বেড়ানো খবরটির সত্যতা নিশ্চিত করেছেন খোকন নিজেই। তিনি সারাবাংলাকে বলেন, ‘শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করছি। আব্দুল্লাহ জহির বাবু সিনেমার গল্প লিখছেন। ’

বিজ্ঞাপন

শাকিব খানের সঙ্গে চলমান তিক্ত সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার ব্যক্তিগত কোন খারাপ সম্পর্ক নেই। সংগঠনের কল্যাণের জন্য কিছু পদক্ষেপ নিতে হয়েছে। সেসব কেবলই সাংগঠনিক। ব্যক্তিগত প্রভাব নেই।’

সিনেমার নাম ও সম্ভাব্য নায়িকা নিয়ে মুখ খুলতে রাজি হননি বদিউল আলম খোকন। আনুষ্ঠানিক ঘোষণা দেয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

ছবি: অাশীষ সেনগুপ্ত

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

‘এটি একটি ফ্যান্টাসি গল্পের সিনেমা’

অনুরূপের লেখায় আসিফের গান ‘প্রেমের কবিতা’

আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানানোর গানে ফাহমিদা নবী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হচ্ছেন তারা

আমজাদ হোসেনের অবস্থার আবারও অবনতি

জিটিভিতে ‘কাঠ পুতুলের গল্প’

আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‘জন্মভূমি’


আরও দেখুন :

৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]

কাজী হায়াৎ জয়া আহসান প্লেব্যাক বীর মোহম্মদ ইকবাল শাকিব খান শ্রাবন্তী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর