‘এটি একটি ফ্যান্টাসি গল্পের সিনেমা’
২৬ নভেম্বর ২০১৮ ১৭:০৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৮:০৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
বাংলা সিনেমার জনপ্রিয় মুখ ইমন। ক্যারিয়ার শুরু ছোট পর্দায়। পেয়েছেন সফলতা। সেই সফলতা তাকে এনে দাঁড় করিয়েছে বড় পর্দায়। অভিনয় করেছেন বেশকিছু সিনেমায়। সেসব সিনেমা তাকে এনে দিয়েছে খ্যাতি।
আরও পড়ুন : অনুরূপের লেখায় আসিফের গান ‘প্রেমের কবিতা’
বর্তমানে ইমন অভিনয় করছেন ‘আকাশ মহল’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। গত ১৪ অক্টোবর থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। এখন গাজীপুরের পুবাইলে চলছে সিনেমার দ্বিতীয় লটের শুটিং।
সিনেমায় নিজের চরিত্রে সম্পর্কে ইমন সারাবাংলাকে বলেন, ‘সিনেমায় আমি একজন কাঠুরিয়ার চরিত্রে অভিনয় করছি। এটি একটি ফ্যান্টাসি গল্পের সিনেমা। আমি আসলে জমিদারের ছেলে। কিন্তু ঘটনাক্রমে জাদুকর এসে আমাকে অভিশপ্ত করে কাঠুরিয়া বানিয়ে দেয়।’
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেধে অভিনয় করছেন ইমন ও আইরিন। এতে আইরিন কাঠুরিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করছেন। সহশিল্পী আইরিন সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ইমন প্রশংসাসূচক বাক্য আওড়ালেন। বললেন, ‘ভালো অভিনেত্রী আইরিন। ভালো কাজও করছেন তিনি। ঠিক সময়ে শুটিংয়ে আসেন। কাজের প্রতি শ্রদ্ধাশীল। এভাবে এগিয়ে চললে সামনে আরও ভালো করবে।’
দ্বিতীয়বারের মতো দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমায় অভিনয় করছেন ইমন। এর আগে ইমন ২০০৯ সালে ‘সবাইতো ভালোবাসা চায়’ সিনেমায় অভিনয় করেছিলেন।
ইমন বলেন, ‘দেলোয়ার ঝাহান ঝন্টু আমাদের দেশের স্বনামধন্য পরিচালক। তার মতো পরিচালকের সিনেমায় অভিনয় করতে পারা ভাগ্যের ব্যাপার। অনেক বছর পর তার সিনেমায় অভিনয় করছি। আমি মনে করি ভালোকিছু হবে।’
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানানোর গানে ফাহমিদা নবী
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হচ্ছেন তারা
আমজাদ হোসেনের অবস্থার আবারও অবনতি
জিটিভিতে ‘কাঠ পুতুলের গল্প’
আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‘জন্মভূমি’
আরও দেখুন :
৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]