ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হচ্ছেন তারা
২৬ নভেম্বর ২০১৮ ১৪:৫৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৫:২১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই শ্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আসছে নতুন বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে উৎসবের ১৭তম আসর।
আরও পড়ুন : আমজাদ হোসেনের অবস্থার আবারও অবনতি
এরইমধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংস্থা রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ (২৬ নভেম্বর) ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে মোট ১২ জন জুরির নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়।
উৎসবে জুরি হিসেবে বিদেশি চলচ্চিত্রকারদের সঙ্গে আছেন দেশের দু’জন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব। তারা হলেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা রুবাইয়াত হোসেন।
উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরি হিসেবে থাকবেন ইলিয়স কাঞ্চন এবং উইমেন্স ফিল্ম সেকশনের জুরি বোর্ডে আছেন রুবাইয়াত হোসেন।
এবারের উৎসবে মোট ৬০ দেশের দুই শতাধিক চলচ্চিত্র মোট ৮টি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে। প্রতিযোগিতা বিভাগগুলো হলো রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশন।
মোট ৫টি ভ্যেনুতে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী এই উৎসব চলবে।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
জিটিভিতে ‘কাঠ পুতুলের গল্প’
আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‘জন্মভূমি’
আরও দেখুন :
৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]
ইলিয়াস কাঞ্চন জুরি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮ রুবাইয়াত হোসেন