Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেন্দু মজুমদার পেলেন ‘আইটিআই পদক’


২৫ নভেম্বর ২০১৮ ১৭:৩৫

রামেন্দু মজুমদার

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) এর পদক পেয়েছেন দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আইটিআই-এর ৭০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়। চীনের হাইকু’র হাইনান অপেরা হাউজে গত ২৩ নভেম্বর থেকে শুরু হয়েছে এই আয়োজন। সেখানেই ২৪ নভেম্বর তার হাতে পুরস্কার তুলে দেন আইটিআই কর্তৃপক্ষ।

রামেন্দু মজুমদার এখন রয়েছেন চীনে। সেখান থেকে মুঠোফোনে তিনি কথা বলেন সারাবাংলার সঙ্গে। আইটিআই-এর সাবেক বিশ্ব সভাপতি ও বর্তমান সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার সারাবাংলাকে বলেন, ‘এটা অনেক সম্মানজনক পুরস্কার। দীর্ঘদিনের কাজের সমষ্টিকে গুরুত্ব দিয়ে এই পুরস্কার দেয়া হয়। আমার নিশ্চই অনেক ভালো লাগছে। আমার সঙ্গে আরও দুজন এই পুরস্কার পেয়েছেন।’

রামেন্দু মজুমদারের সাথে আইটিআই পদকে আরও দু’জন সাবেক আইটিআই সভাপতি যারা পুরস্কৃত হয়েছেন তার হলেন দক্ষিণ কোরিয়ার জং-ওক কিম এবং জার্মানির ম্যানফ্রেড বাইলহার্জ। ইউনেস্কো’র পৃষ্ঠপোষকতায় এই উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে রামেন্দু মজুমদারের পাশাপাশি যোগ দিয়েছেন আইটিআই-এর প্রকাশনা পর্ষদের সচিব বাবুল বিশ্বাস।

চার দিনব্যাপী এই উদযাপন অনুষ্ঠান চলবে ২৬ নভেম্বর পর্যন্ত, রামেন্দু মজুমদার দেশে ফিরবেন ২৭ নভেম্বর। তিনি ১৯৮২ সালে ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট’(আইটিআই) এর বাংলাদেশ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। প্রথমে সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবে বাংলাদেশ আইটিআই কেন্দ্রকে একটা মর্যাদার আসনে পৌঁছাতে তিনি নিরলস পরিশ্রম করেছেন। পরবর্তীতে বিশ্ব আইটিআই’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

অভিনেতা আইটিআই নাট্য ব্যক্তিত্ব পদক রামেন্দু মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর