Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গল উৎসবে’ একমাত্র চিরকুট!


৯ জানুয়ারি ২০১৮ ১৪:২৬

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

এর আগেও শ্রীলঙ্কায় গান গেয়েছে চিরকুট। জাফনা, গল, কলম্বোর মতো শহর গুলোতে বাংলাদেশি এই গানের দলটির রয়েছে অসম্ভব রকমের জনপ্রিয়তা। দ্বীপদেশটিতে তাদের জনপ্রিয়তার জোয়ার এবার হয়তো আরো বাড়বে। কারণ ‘গল সাহিত্য উৎসবে’ পৃথিবীর একমাত্র ব্যান্ড হিসেবে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছে চিরকুট।

আগামী ২৪ জানুয়ারি থেকে শ্রীলংকায় শুরু হতে যাচ্ছে ‘ফেয়ারওয়ে গল লিটারেরি ফেস্ট-২০১৮’। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে চিরকুট। এ বছরের আয়োজনে সারা পৃথিবী থেকে একমাত্র ব্যান্ড হিসেবে আমন্ত্রণ পেয়েছে দলটি।

গল লিট ফেস্টে আমন্ত্রণ পেয়ে দারুণ উচ্ছ্বসিত চিরকুটের ভোকাল সুমী। তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্যিকদের সামনে গাইতে পারাটা অনেক বড় সুযোগ। গলে বিভিন্ন ভাষার মানুষদের সামনে বাংলাদেশকে সুন্দর ভাবে তুলে ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’

শ্রীলঙ্কা সফরে ‘গল উৎসব’ ছাড়াও ২৮ জানুয়ারি কলম্বোয় ‘মিউজিক অব ফোক’ উৎসবেও গাইবেন চিরকুট ব্যান্ড।

সারাবাংলা/টিএস/পিএ

চিরকুট ব্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর