Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমার বিভাজন দূর করার আহ্বান জানালেন ফারুক


২৩ নভেম্বর ২০১৮ ১৪:১৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেতর কয়েক বছর ধরে এক ধরনের দুরত্ব সৃষ্টি হয়েছিল। পাল্টাপাল্টি অভিযোগে সিনেমাপাড়ায় অস্থির অবস্থা বিরাজ করছিল।

সেই অস্থিরতা কাটিয়ে পারস্পরিক সু-সম্পর্ক তৈরীর জন্য গতকাল (২২ নভেম্বর) বহুল প্রতীক্ষিত ‘দহন’ সিনেমার সংবাদ সম্মেলনে নায়ক ফারুককে প্রধান অতিথি করা হয়। চলচ্চিত্র ও নাটকের মোট ১৮টিরও বেশি সংগঠনের চলচ্চিত্র পরিবারের আহ্বায়কের দায়িত্বে আছেন অভিনেতা ফারুক।

অনুষ্ঠানে ফারুক স্ব-শরীরে উপস্থিত হতে পারেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে গণ ভবনে দেখা করার কারণে তিনি উপস্থিত হতে পারেননি বলে জানা যায়। তবে এক ভিডিও বার্তায় ‘দহন’ সিনেমাকে শুভেচ্ছা জানান তিনি। সেই সঙ্গে বাংলা সিনেমার বিভাজন দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে এগিয়ে আসার কথা বলেন।

ফারুক বলেন, ‘সিনেমার অবস্থা এখন ভালো না। সবাইকে এই অবস্থায় একসঙ্গে কাজ করতে হবে। আমি জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজকে বলব, আপনি বাংলাদেশের শিল্পীদের নিয়ে বছরে চার-পাঁচটি সিনেমা নির্মাণ করুন। দেখবেন অনেক শিল্পী বেরিয়ে আসবে। আপনার টাকা আছে আপনি চাইলে এসব করতে পারেন।’

তিনি প্রযোজক আব্দুল আজিজের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, ‘উপর-নিচ-ডান-বাম কারো কথা আপনি শুনবেন না। আপনি কাজ করে জান।’

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ফারুক। সেকারণে অনুষ্ঠানে আগত অতিথিরা তাকে অগ্রিম শুভেচ্ছা জানান।

এসময় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমি মিঞাভাইকে অগ্রিম অভিবাদন জানাতে চাই। আশাকরছি মাননীয় প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দেবেন। তিনি মনোনয়ন পেয়ে জয়ী হলে আমাদের চলচ্চিত্রের জন্য ভালো। সংসদে বাংলা সিনেমা নিয়ে কথা বলার লোক প্রয়োজন আমাদের।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ

আব্দুল আজিজ দহন ফারুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর