‘দহন’র ট্রেইলারে নেতাদের কাছে সিয়ামের অনুরোধ
২৩ নভেম্বর ২০১৮ ১৩:৫৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৪:০৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
নব্বইয়ের দশকে নাকি প্যান্ডেল সাজিয়ে সিনেমার মহরত হতো এফডিসিতে। বৃহস্পতিবারও তেমনি আয়োজন দেখা গেল বাংলা সিনেমার এই আঁতুরঘরে। অনেকদিন পর উৎসুক মানুষ জটলা করে দাঁড়ালো গেটে। ক্যান্টিনের সামনে বড় বড় ডেকচিতে হলো রান্না। আর এই সব আয়োজনের উপলক্ষ্য ‘দহন’।
গতকাল (২২ নভেম্বর) অন্তর্জালে প্রকাশ করা হয়েছে ‘দহন’ সিনেমার ট্রেইলার। এর জন্যই এফডিসিতে এলাহি আয়োজন করেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আনন্দ মুখর আয়োজনে ছবিটি নিয়ে আলোচনা করেন এর কলাকুশলীরা। সিনেমার অতীত সারথিরা এসে শুভকামনাও জানায় ছবিটিকে।
ওমর সানি ‘দহন’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। দহনের নির্মাতা রায়হান রাফির প্রশংসা করতে যেয়ে সানি বলেন, ‘রাফির পোড়ামন ২ অসম্ভব সুন্দর একটি সিনেমা হয়েছে। দহনের ট্রেইলার দেখে মনে হয়েছে ছবিটি আগেরটিকেও ছাড়িয়ে যাবে।’
এ সময় দহনের নায়ক সিয়াম আহমেদকে বাংলা সিনেমার চিরস্মরণীয় অভিনেতা সালমান শাহ-এর সঙ্গেও তুলনা করেন ওমর সানি।
সানির মতো বাপ্পারাজ এবং অমিত হাসানও ‘দহন’ সিনেমার জন্য শুভকামনা জানান। তবে বাপ্পারাজ সিনেমার সুদিন ফিরিয়ে আনার জন্য চলচ্চিত্রের নতুনদেরকে মনোযোগী হয়ে কাজ করতে অনুরোধ করেন। সেই সঙ্গে ভালো সিনেমা নির্মাণের জন্য জাজের কর্ণধার আব্দুল আজিজকে সাধুবাদ জানান।
আব্দুল আজিজ, সিয়াম, পূজা ও রাফি শোনান সিনেমাটি নির্মাণের সময়ের নানা অভিজ্ঞতা। এর আগে অবশ্য জরুরী একটি ভিডিও বার্তায় সিনেমার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ‘মিঞাভাই’ ফারুক। ব্যক্তিগত বিভেদ ভুলে বৃহত্তর স্বার্থ দেখার জন্য সবাইকে তাগাদা দেন এই কিংবদন্তি নায়ক।
‘দহন’ মূলত রাজনৈতিক নিরীক্ষাধর্মী সিনেমা। ক্ষমতা পরিবর্তনের খেলায় কোনও প্রাণ যেন অকালে ঝরে না পড়ে- এটিই হচ্ছে ছবিটির মূল বক্তব্য। ছবিতে সিয়াম অভিনয় করেছেন একজন মাদকাসক্ত যুবকের চরিত্রে, পূজা চেরি হয়েছেন গার্মেন্টস শ্রমিক। ট্রেইলার দেখে মনে হয়েছে, দুজনের প্রণয় ও ট্র্যাজিক পরিনামের গল্পে এগুবে সিনেমা।
রায়হান রাফির পরিচালনায় সিয়াম-পূজা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন লাক্স তারকা মম। আগামী ৩০ নভেম্বর সারা দেশে সিনেমাটি মুক্তি পাবে।
ট্রেইলারের লিংক: https://www.youtube.com/watch?v=TmtoE-yZigs
সারাবাংলা/টিএস/পিএ