Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাঙ্গালুরুতে দীপবীরের প্রথম রিসেপশন


২২ নভেম্বর ২০১৮ ১৪:০৩ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৪:১১

দীপবীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

নব দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইতালিতে বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরেছেন ভারতে। দেশে আসার পর থেকেই নানা অনুষ্ঠান-আয়োজনের মধ্যে দিয়ে যাচ্ছে দীপবীরের ব্যস্ত সময়।

গত ১৮ নভেম্বর দেশে ফেরেন রণবীর ও দীপিকা পাড়ুকোন। একদিন মুম্বাই থেকে পরদিন দীপিকার বাড়ি ব্যাঙ্গালুরুতে চলে যান তারা।

বুধবার (২১ নভেম্বর) ব্যাঙ্গালুরুতে হয় দীপিকার পক্ষের রিসেপশন। দীপিকার শহরের লীলা প্যালেসে হয় এই অনুষ্ঠান। এলাকার মানুষসহ দীপিকার পরিবারের আত্মীয়-স্বজন এবং কিছু খেলোয়ারকে দেখা গেছে অনুষ্ঠানে।

রিসেপশন অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানে দীপিকা পরেছিলেন সোনালী রংয়ের শাড়ি। ভাড়ি গহনার সঙ্গে চুল ছিল শক্ত করে বাঁধা। আর রণবীর পরেছিলেন রোহিত ভালের নকশা করা শেরওয়ানি।

মুম্বাইতে হবে তাদের দ্বিতীয় রিসেপশন। ২৮ নভেম্বর এই স্টার দম্পতির বলিউড বন্ধুদের নিয়ে আছে আরও একটি জমকালো আয়োজন। ধারণা করা হচ্ছে সেদিন বসবে তারা হাট।

সারাবাংলা/পিএ/পিএম

দীপবীর বিয়ে ব্যাঙ্গালুরু রিসেপশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর