সেন্সরে কলকাতার ‘ভিলেন’, যাচ্ছে ‘রানা পাগলা: দ্য মেন্টাল’
২২ নভেম্বর ২০১৮ ১৪:১৪ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৪:৩০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবাংলার ছবি ‘ভিলেন’। সেই প্রক্রিয়ায় এরইমধ্যে সেন্সরে জমা পড়েছে ছবিটি। সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার।
বাংলাদেশে ছবিটি আমদানি করবে এনইউ আহমেদ ট্রেডার্স। তেব কবে নাগাদ সিনেমাটি সেন্সরবোর্ডের সদস্যরা দেখবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি!
‘ভিলেন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ এবং মিমি চক্রবর্তী। গেলো দুর্গাপূজায় ছবিটি পশ্চিমবাংলায় মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন বাবা যাদব।
এদিকে জানা গেছে, ‘ভিলেন’- এর বিনিময়ে পশ্চিমবাংলায় মুক্তি পাবে বাংলাদেশের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’। শাকিব খান অভিনীত ছবিটি পরিচালনা করেন শামীম আহমেদ রনি। ২০১৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় ‘রানা পাগলা: দ্য মেন্টাল’। শাকিব খান ছাড়াও এতে আরও অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা, আঁচল সহ আরও অনেকে।
সারাবাংলা/আরএসও/পিএ /পিএম