Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয় বছরে শিল্পা-রাজ


২২ নভেম্বর ২০১৮ ১৩:২৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

বৃহস্পতিবার সংসার জীবনের নবম বছর পাড় করছেন শিল্পা শেটি ও রাজ কুন্দ্রা। ব্যক্তি জীবনের বিশেষ এই দিনটিতে দুজনে মিলে অবকাশ কাটাচ্ছেন মালদ্বীপে। হাজার দ্বীপের এই দেশে তাদের সময়ও কাটছে বেশ।

বিয়ের বর্ষপূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়েছেন শিল্পা। লিখেছেন, ‘আমি তোমার চমক ও বড় হৃদয়ের সমান হতে পারি না। কিন্তু ধন্যবাদ পাওয়ার জন্য ওপরে একজন আছেন কারণ আমাদের জুটিটি একজন আরেকজনের জন্য তৈরি। মৃত্যু পর্যন্ত তোমাকে ভালবাসবো। এরপর যদি জীবন থাকে তখনো ভালোবাসবো। শুভ নবম বিবাহ বার্ষিকী।’

এই বার্তার সঙ্গে নিজেদের ভালো সময়ের বেশ কয়েকটি ছবিও জুড়ে দিয়েছেন শিল্পা।

মালদ্বীপে অবকাশকালীন অনেকগুলো ছবিও ইনস্টায় দিয়েছেন শিল্পা শেটি। ছবিতে শিল্পাকে বিকিনি লুকে দেখা গেছে। বালুচরে রাজ কুন্দ্রার বসে থাকার ছবি যেমন রয়েছে, তেমনি পানির তলায় দুষ্টুমিরও কয়েকটি ছবি দিয়েছেন এই ‘বাজিগর’ তারকা।

ছবির পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছেন শিল্পা। লিখেছেন, ‘প্রকৃতির সৌন্দর্য ও কৌশল সবসময় আমাকে মুগ্ধ করে।’ ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শিল্পা ও রাজের গলা শোনা গেছে। শব্দ শুনে মনে হয়েছে এই জুটি বেশ উতলা হয়ে সমুদ্র দেখছেন।

রাজ কুন্দ্রা মূলত একজন ব্যবসায়ী। শিল্পার সঙ্গে ২০০৯ সালে বিয়ের পর দুজনে মিলে আইপিএল ও সাপার ফাইট লীগে দল কিনে ব্যবসা শুরু করেন। ২০১২ সালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান ভিয়ান। সব মিলিয়ে বেশ সুখের সংসার করছেন এই জুটি।

সারাবাংলা/টিএস

https://www.instagram.com/p/Bqd9MEQBa7A/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/Bqc1ypPhoh0/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/BqciQZvhMQH/?utm_source=ig_embed

বিজ্ঞাপন

রাজ কুন্দ্রা শিল্পা শেটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর