Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য ‘পিৎজা ভাই’


২২ নভেম্বর ২০১৮ ১২:৫১ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৩:১৪

নুহাশ হুমায়ূন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

পার্থ একজন পার্টটাইম পিৎজা ডেলিভারি বয়। শুধুমাত্র রাতেই সে এই কাজ করে, আর দিনের বেলায় তার কোনও কাজ থাকে না। আর দশটা সাধারণ হেরে যাওয়া মানুষের মতোই জীবন পার্থের। টাকার টানাটানি লেগেই  আছে। এমনকি ভাগ্যদেবতাও তার সহায় নন।

এমনি করেই কেটে যাচ্ছিল পার্থর সাদামাটা জীবন। একদিন ঘটনাচক্রে পিৎজা ডেলিভারির সময়, পার্থ জড়িয়ে পড়ে মাদক ব্যবসার সঙ্গে। শহরের উচ্চবিত্ত এলাকাগুলোতে, পিৎজার সঙ্গে সঙ্গে পার্থর হাত ধরে ছড়িয়ে পড়তে থাকে মাদক। এই অন্ধকার জগতের ঝলমলে আলোয় ক্রমেই হারিয়ে যেতে থাকে সহজ সরল পার্থ।

দিনের আলোর মানুষগুলো কেমন করে রাতের আঁধারে বদলে যায়, এসবের মুখোমুখি হতে হতে একসময় পার্থ হারিয়ে ফেলে নিজেকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পিৎজা ভাই’। ছবিটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন।

কাজটি নিয়ে নুহাশ সারাবাংলাকে বলেন, ‘বেশ কিছুদিন হলো কাজটি শেষ করেছি। চারদিনের শুটিং ছিল। শর্টফিল্মের জন্য একটি গানও তৈরি করা হয়েছে। এর ভিডিওর কাজটাও আমার করা। আশা করছি আগের কাজের মতো দর্শকরা এই কাজটিও পছন্দ করবে।’ অনলাইন প্লাটফর্মের জন্য আরও কিছু কাজ করবেন নুহাশ। নির্মানাধীন আরও কিছু কাজ তার হাতে রয়েছে বলেও জানান নুহাশ।

আলফা আই মিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির পিৎজা ভাই চরিত্রে অভিনয় করেছেন রাহাত রহমান। এছাড়াও অভিনয় করেছেন মিশৌরী রশীদ খান, জুনেয়না ফ্রান্সিস কবীর, বায়েজীদ হক জোয়ারদারসহ অনেকে। নুহাশ হুমায়ূনের রচনা ও পরিচালনা এবং শাহরিয়ার শাকিল প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখা যাবে আগামী ২৪ নভেম্বর অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপ অরিজিনালসে।

বিজ্ঞাপন

এদিকে এরই মধ্যে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি গান লিখেছেন আসিফ ইকবাল। গানচিলের ব্যানারে এই গানটি গেয়েছেন তাহসান ও কনা।

সারাবাংলা/পিএ/পিএম

নূহাশ হুমায়ূন পরিচালনা পিৎজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর