Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্ত-সারার নতুন গান ‘কাফিরানা’


২১ নভেম্বর ২০১৮ ১৭:৫৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

হিন্দু ধর্মের এক পবিত্র তীর্থ যাত্রায় গিয়ে মুসলিম ছেলের প্রেমে পড়ে মুক্কু নামের এক কিশোরী। তাদের পরিচয় ও প্রেমের পর্বটি ছিল বেশ মিষ্টি। সময়ও কাটছিল বেশ। এরপরই শুরু হয় বিপর্যয়। ফলে বিয়োগান্তক পরিণতি বরণ করে নিতে হয় তাদের। এটিই বলিউডের পরবর্তী সিনেমা ‘কেদারনাথ’-এর গল্প। যেখানে জুটি হয়ে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ও সাইফকন্যা সারা আলী খান।

‘কেদারনাথ’ সিনেমার তৃতীয় গান ‘কাফিরানা’ অন্তর্জালে প্রকাশিত হয়েছে সোমবার (২১ নভেম্বর)। গানে দেখানো হয়েছে তীর্থযাত্রায় এসে কিভাবে মুসলিম ছেলে মনসুরের প্রেমে পড়ে মুক্কু। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী। সংগীত আয়োজন করেছেন অমিত ত্রিবেদী।

শুধু সুশান্ত-সারার প্রেম নয়, তিন মিনিটের গানটিতে কেদারনাথের নৈঃসর্গিক সৌন্দর্যও উঠে এসেছে। গৌরীকুণ্ডের তীর্থযাত্রায় তাদের যে স্মৃতি তাই রোমন্থন করা হয়েছে গানে।

আগেই মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানেই বোঝা গিয়েছে এটা প্রেমের গল্প। ২০১৩ সালে কেদারনাথে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষিতে সিনেমাটি তৈরি হয়েছে। ‘কাফিরানা’র আগে ‘নমো নমো’ এবং ‘সুইটহার্ট’ নামে দুটি গান প্রকাশ হয়েছে।

উল্লেখ্য, ‘কেদারনাথ’ সারা আলী খানের অভিষেক সিনেমা।  ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। প্রযোজনা করেছেন রনি স্ক্রিউওয়ালা। ডিসেম্বরের ৭ তারিখে মুক্তি পাবে কেদারনাথ।

সারাবাংলা/টিএস/পিএ

কেদারনাথ সারা আলী খান সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর