বিয়ের জন্য আলিয়ার ‘অপেক্ষা’
২০ নভেম্বর ২০১৮ ১৩:০৫ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৪:১০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
শীতের শুরুতেই বলিউডে শুরু হয়েছে বিয়ের উৎসব। একে একে সবাই বিয়ে করছেন। সোনম কাপুর, আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকন ইতোমধ্যেই বিয়ে করে ফেলেছেন। আর কদিন বাদেই বিয়ের পিঁড়িতে বসছেন প্রিয়াঙ্কা চোপড়াও। এই কোলাহল মুখর বিয়ের মৌসুমে সবার মুখে একটাই প্রশ্ন, আলিয়া ভাট বিয়ে করছেন কবে? আলিয়ার উত্তর, ‘অপেক্ষা করো!’
আরও পড়ুন : পুরস্কৃত হলো ‘সত্তা’ এবং ‘উইন্ড অব চেইঞ্জ’
আলিয়া ভাট ও রণবীর কাপুর প্রেম করছেন, এ খবর সবারই জানা হয়ে গেছে। অনেকদিন থেকেই এ দুজনের ঘনিষ্ট ছবি ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে। ভক্তরাও তাদেরকে নিয়ে বেশ খুশি। খুশি তাদের পরিবারের সদস্যরাও। কারণ আলিয়াতে এসেই যে ‘আপাতত’ থিতু হয়েছেন ‘প্লেবয়’ রণবীর!
রণবীরের অন্যন্য বন্ধুরা বিয়ে করে যখন সংসার সাজাচ্ছেন, তখন রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন উঠা বেশ স্বাভাবিকই। অভিনয়ে জগতে কিছুটা পরে প্রবেশ করলেও আলিয়াকে বিয়ের প্রশ্ন করাটা বাড়াবাড়ি নয়। কারণ মেঘে মেঘে আলিয়ারও তো বয়স হলো অনেক!
রোববার লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডস ২০১৮-তে উপস্থিত ছিলেন আলিয়া। সেখানেই সাংবাদিকরা তার কাছে জানতে চান, ‘কবে বিয়ে করছেন?’ উত্তরে আলিয়া সাংবাদিকদের বলেন, আমার বিয়ে…ইন্তেজার, ইন্তেজার মানে অপেক্ষা করো!
আলিয়ার উত্তর শুনেই বোঝা গেছে সহসাই বিয়ে করছেন না তিনি। তবে ভারতীয় সিনেমা পাড়ায় জোর গুঞ্জন, আলিয়া ও রণবীর ২০১৯ সালেই বিয়ে করবেন।
এই জুটির বিয়ে না করার পেছনে অবশ্য কিছু পারিবারিক কারণও রয়েছে। যেমন রণবীরের বাবা ঋষি কাপুর এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। যে কারণে রণবীরকেও বাসা ভাড়া করে থাকতে হচ্ছে নিউইয়র্কে। বাবার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় সিনেমাতেও ভালো ভাবে সময় দিতে পারছেন না এই অভিনেতা।
এদিকে, ভাট পরিবারও চাচ্ছে না, মাত্র পঁচিশ বছর বয়সেই কারো ঘরের বউ হয়ে যাক আলিয়া!
প্রসঙ্গত, আলিয়া-রণবীর জুটি সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার দৃশ্যায়ণের কাজ শেষ করেছেন। অয়ন মুখার্জী পরিচালিত ছবিটি ২০১৯ সালের শুরুতে মুক্তি পাওয়ার কথা থাকলেও এটিকে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন : ছবিতে তিন দিনের লোকসংগীত উৎসব [ফটো স্টোরি]
https://www.instagram.com/p/BqWgaAtgB9K/