Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরস্কৃত হলো ‘সত্তা’ এবং ‘উইন্ড অব চেইঞ্জ’


২০ নভেম্বর ২০১৮ ১১:০৭ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১২:৫৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

মুম্বাইয়ের ‘আজতক এ্যাচিভার এওয়ার্ড’ পেলো বাংলাদেশের ছবি ‘সত্তা’। সোমবার (১৯ নভেম্বর) রাতে ভারতের মুম্বাইয়ের মেয়র অডিটোরিয়াম হলে ‘আজতক এ্যাচিভার এ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করা হয়। সেখানে সেরা চলচ্চিত্র হিসেবে (বাংলাদেশ অংশ) পুরষ্কার পায় ‘সত্তা’ চলচ্চিত্র। পুরষ্কার গ্রহণ করেন সত্তা ছবির প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন।

একই ছবির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পান হাসিবুর রেজা কল্লোল। তার হাতে পুরষ্কার তুলে দেন ‘সনম বাওয়াফা’ খ্যাত পরিচালক- প্রযোজক শাওয়ান কুমার।

এছাড়া গানবাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে ‘উইন্ড অব চেইঞ্জ’ অনুষ্ঠানের জন্য সম্মান জানানো হয়। গ্লোবাল মিউজিক কোলাবরেশন প্রজেক্ট ‘উইন্ড অব চেঞ্জ’-এর জন্য সেরা সংগীত পরিচালক হিসেবে ‘আজতাক অ্যাচিভার অ্যাওয়ার্ডস’ পান তিনি। পাঞ্জাবী সুফি গায়ক জাসপিন্দার নারুলার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তাপস।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  ছবিতে তিন দিনের লোকসংগীত উৎসব [ফটো স্টোরি]


কৌশিক হোসেন তাপস সত্তা সোহানী হোসেন হাসিবুর রেজা কল্লোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর