ছবিতে তিন দিনের লোকসংগীত উৎসব [ফটো স্টোরি]
১৯ নভেম্বর ২০১৮ ১৯:০৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ১৯:১৩
অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক লোক সংগীত উৎসবের চতুর্থ আসর। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ১৫ নভেম্বর শুরু হয় এই আয়োজন, চলে ১৭ নভেম্বর পর্যন্ত। তিন দিনের এই আয়োজনে সংগীত পরিবেশন করেন বাংলাদেশসহ ৮ দেশের মোট ১৭৪ জন শিল্পী।
এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন মমতাজ, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো। ভারত থেকে এসেছিল ওয়াদালি ব্রার্দাস, রাঘু দীক্ষিত, সাত্যকি ব্যানার্জি। যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা, বাহরাইনের মাযাজ এবং স্পেনের লাস মিগাস পরিবেশন করেছে তাদের সংগীত। আর শেষ দিন মূল আকর্ষণ হিসেবে ছিল শাফকাত আমানত আলীর পরিবেশনা। যা মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের।
আয়োজনের তিন দিন সংবাদ সংগ্রহের কাজে উৎসব স্থলে উপস্থিত ছিলেন সারাবাংলা’র স্পেশাল ফটোকরেসপন্ডেন্ট অাশীষ সেনগুপ্ত। তার ক্যামেরায় উঠে এসেছে পুরো আয়োজনের নানা মুহূর্ত। পাঠক ও দর্শকদের জন্য এক ঝলকে পুরো আয়োজনের নমুনা তুলে ধরা হলো…
সারাবাংলা/পিএ/এএসজি