বাড়ি ফিরলেন দীপবির
১৮ নভেম্বর ২০১৮ ১৪:৪৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৪:৫০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ইতালি থেকে ভারতে ফিরেছেন নব-দম্পতি রণবীর সিং ও দীপিকা পড়ুকোন। রোববার (১৮ নভেম্বর) সকালে মুম্বাই ফেরেন তারা। শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়ী নয় নব-দম্পতি উঠেছে মুম্বাইয়ের বাড়িতে। বিয়ের পর থাকবেন বলে রণবীর কিনে রেখেছেন বাড়িটি।
তাদের বাড়ি ফেরার কথা শুনে বিমানবন্দরে আগে থেকেই ভিড় করে ছিলেন চিত্রগ্রাহকরা। ছিল কড়া নিরাপত্তাও। অনেক হুড়াহুড়ির মধ্যেও বেশ হাস্যজ্জ্বল দেখা গেছে রণবীর দীপিকাকে। বিমান বন্দর থেকে গাড়িতে ওঠা পর্যন্ত পুরো সময়টা নিয়ন্ত্রণ করেছেন রণবীর সিং। ছবি তোলার জন্য সময়ও দিয়েছেন আলোকচীত্রিদের।
শুধু বিমানবন্দরে নয় দীপবিরের নতুন বাসার সামনেও ছিল আলোকচীত্রিদের ভিড়। সেখানেও দাঁড়িয়ে আলোকচীত্রিদের সময় দিয়েছেন নব-দম্পতি।
আলোকচীত্রি, নিরাপত্তাকর্মীরা ছাড়াও মুম্বাইতে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দীপবিরের ভক্তরা। বিমানবন্দরে তো বটেই বাড়ির সামনেও ভিড় ছিল ভক্তদের। এসময় তারা হাতে তালি দিয়ে শুভেচ্ছা জানান দীপবিরকে। নব দম্পতি হাত নারিয়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
সারাবাংলা/পিএ