Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী নাফিসা আলী


১৮ নভেম্বর ২০১৮ ১৩:৫০ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৪:০১

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

নাফিসা আলীর জীবন বেশ বৈচিত্র্যময়। একসময় ভারতের সেরা অ্যাথলেট ছিলেন এই বাঙালী কন্যা। ১৯৭২ থেকে ৭৪ সাল পর্যন্ত ছিলেন দেশটির সেরা সাতারু। ১৯৭৬ সালের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় হয়েছিলেন দ্বিতীয়। একই সময়ে ছিলেন ঘোড়দৌড়ের জনপ্রিয় জকি। আর এর তিন বছর বাদে রূপালী পর্দায় পা রাখেন নাফিসা। সেখানেও দেখেন সফলতার মুখ। অমিতাভ বচ্চন-ধর্মেন্দ্র-শশী কাপুরদের মতো তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে করেন অভিনয়।

বিজ্ঞাপন

কলকাতার মেয়ে নাফিসা আলী জীবনের ৬১তম বছরে এসে শুনলেন দুঃসংবাদ। পড়াশোনা থেকে সাঁতার, সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়া এই তারকা ভুগছেন মরণব্যাধি ক্যান্সারে। আর খবরটি তিনি নিজেই দিয়েছেন ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে।

বন্ধু ও সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নাফিসা। লিখেছেন, ‘সবে আমার দামী বন্ধুর সঙ্গে দেখা হলো। যিনি আমার দ্রুত আরোগ্য কামনা করলেন। আমি এই মুহূর্তে ক্যান্সারের থার্ড স্টেজে আছি। চিকিৎসা চলছে।’ এরপরই সবাই জানতে পারেন ‘লাইফ ইন আ মেট্রো’ তারকার অসুস্থতার খবর।

নাফিসা জানিয়েছেন, ভালোভাবেই চিকিৎসা চলছে তার। যে কারণে তিনি মোটেও ভয় পাচ্ছেন না।

অভিনয়ের পাশাপাশি সমাজ সেবার সঙ্গেও যুক্ত আছেন নাফিসা। একটা সময় তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। মাঝে সমাজবাদী পার্টি করলেও ২০০৯ সাল থেকে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বাঙালি সাহিত্যিক এস ওয়াজেদ আলীর এই কন্যা। ধারণা করা হচ্ছে ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেসের হয়ে দক্ষিন কলকাতার আসনটি থেকে লড়বেন তিনি।

বিজ্ঞাপন

গোটা ভারতবর্ষেই নাফিসাদের পরিবার বেশ প্রভাবশালী। তার স্বামী এস সোধি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন কর্ণেল। তার ফুফু পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক ও নারীবাদী জয়নব-উন-নিসা হামিদুল্লাহ্। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় বীর প্রতীক খেতাব পাওয়া আখতার আহমেদ নাফিসার চাচাতো ভাই।

উল্লেখ্য, নাফিসা আলী বর্তমানে চিলড্রেন ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার সভাপতির দায়িত্বেও রয়েছেন।

সারাবাংলা/টিএস/পিএম

এস ওয়াজেদ আলী নাফিসা আলী লাইফ ইন আ মেট্রো