Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডায়াবেটিসে ভুগছেন নিক জোনাস!


১৮ নভেম্বর ২০১৮ ১৩:১০

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

ডিসেম্বর মাসের দ্বিতীয় দিনেই বিয়ে করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। দুই পরিবারে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। বিয়ের কেনাকাটা করছেন এই জুটির নিকটাত্মীয়রা। বিয়ের ভেন্যু সাজছে রাজকীয় সাজে। কিন্তু এরই মাঝে নিক দিলেন দারুণ এক দুঃসংবাদ!

প্রিয়াঙ্কার হবু বর মার্কিন গায়ক নিক জোনাস দীর্ঘদিন ধরেই নাকি মারাত্মক ডায়াবেটিসে ভুগছেন! ইনস্টাগ্রামে ছবি দিয়ে খবরটি জানিয়েছেন জোনাস নিজেই। তের বছর আগেই নাকি অসুখটি ধরা পড়েছিল তার!

ইনস্টায় নিক লিখেছেন, ‘১৩ বছর আগে আজকের এই দিনে আমার টাইপ-১ ডায়াবেটিস ধরা পড়েছিল। ব্লাড সুগার খুব বেড়ে গিয়েছিল, কমে গিয়েছিল ১০০ পাউন্ড ওজন; পরে ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিস ধরা পড়ে।’

জানা গিয়েছে ১৩ বছর বয়সে নিকের রক্তে শর্করার মাত্রা বেড়ে নাকি ৭০০তে উঠে গিয়েছিল ৷ যেখানে একজন সুস্থ মানুষের সুগার লেভেল ৭০ থেকে ১২০ এর মধ্যে। যার ফলে ওই সময় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। নিক জানিয়েছেন, একমাত্র নিয়মতান্ত্রিক জীবনযাপনই তাকে ভালোভাবে বাঁচিয়ে রেখেছে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিনের জীবনকে কিভাবে গুছিয়ে নিতে হয়েছে সেটাও লিখেছেন নিক।

নিকের লেখার নিচে প্রিয়াঙ্কাও মন্তব্য করেছেন ‘তোমার বিষয়ে সব কিছুই আমার কাছে বিশেষ৷ তা ডায়াবেটিসের সঙ্গে হোক আর ডায়াবেটিস ছাড়া ৷’

এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, ডিসেম্বরের দ্বিতীয় দিন রাতে মন্ত্র পড়বেন নিকিয়াঙ্কা। তবে ২৯ নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে বিয়ের উৎসব৷ পুরো অনুষ্ঠানটির জন্য তারা বেছে নিয়েছেন যোধপুরের উমেদ ভবন।

উমেদ ভবনে অনুষ্ঠান করার জন্য অবশ্য বেশ খরচ করতে হবে নিক-প্রিয়াঙ্কাকে। এক রাতে শুধু ভাড়া হিসাবেই তাদেরকে গুনতে হবে ৪৩ লক্ষ টাকা। এর বাইরে অন্যসব খরচ মিলিয়ে প্রতিদিন কোটি টাকার বেশি খরচ করতে হবে এই আন্তঃমহাদেশীয় জুটিকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম

https://www.instagram.com/p/BqRT9rYl1Zt/

নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর