ভালোবাসার দামে শেষ হলো লোকসংগীত উৎসব
১৭ নভেম্বর ২০১৮ ২৩:১০ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১০:১৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন ঢাকার দর্শকরা, সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন শাফকাত আমানত আলী। শনিবার (১৭ নভেম্বর) ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের শেষ দিনের শেষ শিল্পী হিসেবে মঞ্চে ওঠেন শাফকাত। তার সুরেলা কণ্ঠের যাদু মন্ত্রমুগ্ধ করে দর্শক-শ্রোতাদের।
শাফকাত তার দল নিয়ে মঞ্চে ওঠেন রাত সাড়ে দশটায়। ‘মওলা তেরা নূর’ গান গাওয়ার পর তিনি ভাঙা বাংলায় শুভেচ্ছা বিনিময় করেন দর্শক-শ্রোতাদের সঙ্গে। এসময় তিনি খালি গলায় বাংলা গান গেয়ে শোনান। গানটি হলো সৈয়দ আবদুল হাদীর গাওয়া ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’।
ভালোবাসার চিৎকারে অর্ণবকে স্বাগত জানালো দর্শকরা
গানটি গাওয়ার মধ্যে তিনি বাংলা উচ্চারণ ভালো হচ্ছে না জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেন। তার প্রত্যেক গানের পরেই দর্শক-শ্রোতা করতালি এবং হর্ষধ্বনিতে সাধুবাদ জানান শাফকাত আমানত আলী এবং তার দলকে।
হাজার হাজার দর্শক-শ্রোতা নেচে-গেয়ে শাফকাতের গানের পরিবেশনা উপভোগ করেন।
সারাবাংলা/পিএ/এমও