Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফার্স্ট লুকের ‘ভারত’


১৫ নভেম্বর ২০১৮ ১৫:১৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বহু প্রতিক্ষীত ছবি ‘ভারত’-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। তবে প্রথম দর্শনে ছবির নায়ক-নায়িকাকে সেভাবে না দেখা গেলেও ছবিতে ছবিটির গভীরতা তুলে ধরা হয়েছে।


আরও পড়ুন :  আজ থেকে ফোক ফেস্ট


বৃহস্পতিবার ছবির নায়ক সালমান খান নিজে ইন্সট্রাগ্রামে ছবির ফার্স্টলুক প্রকাশ করেন। ছবিতে দেখা গেছে ক্যামেরার পেছন ফিরে দাঁড়িয়ে আছেন সালমান আর ছবির নায়িকা ক্যাটরিনা। ভাইজানের গায়ে নীল স্যুট আর ক্যাটরিনার পড়ে আছেন লাল মাড়ি আর গায়ে নীল শাল। দুজনেই দাঁড়িয়ে আছেন ওয়াঘা সীমান্তে। তাকিয়ে রয়েছেন পাকিস্তানের দিকে।

তবে মজার বিষয় হচ্ছে ছবিটি প্রকৃত ওয়াঘা সীমান্তের না। প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবির প্রয়োজনে কৃত্রিম ওয়াঘা সীমান্তের সেট তৈরি করা হয়েছে। নিরাপত্তার কারণে ওয়াঘা সীমান্তে শুটিং করতে দেয়নি বিএসএফ।

আলী আব্বাস জাফরের এই ছবিতে সালমান, ক্যাটরিনা ছাড়া আরও অভিনয় করেছেন দিশা পাটানি, টাবু, জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

রঙ্গ উৎসবে কত্থকে মাতালেন হাসান ইশতিয়াক ইমরান

সন্ধ্যায় ‘হাসিনা-আ ডটার’স টেল’ এর প্রিমিয়ার

  সিঙ্গাপুরের উৎসবে প্রাচ্যনাটের ‘পলিথিন হাউজ’


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : প্রীতম আহমেদ। উপস্থাপনা : পলাশ মাহবুব

আলী আব্বাস জাফর ক্যাটরিনা সালমান খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর