Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় নবান্ন উৎসব


১৪ নভেম্বর ২০১৮ ২০:০৬

নবান্ন উৎসব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবান্ন উৎসব। বৃহস্পতিবার (১৫ নভেম্বর, ১ অগ্রহায়ণ ১৪২৫) বিকাল ৫টা ৩০ মিনিটে একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন। আলোচনার পাশাপাশি আয়োজনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা পর্বে  বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কবি জনাব আসাদ চৌধুরী।

আলোচনা শেষে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সমবেত সংগীতের পরিবেশনের মাধ্যমে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে সমবেত নৃত্য।

শামা রহমান পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত গাইবেন ইয়াসমিন মুস্তারী। দীপা খন্দকারের নৃত্য পরিচালনায় থাকবে সমবেত নৃত্য।

একক আবৃত্তি শোনা যাবে শিমুল মোস্তফার কণ্ঠে। রবীন্দ্র সংগীত গাইবেন অনিমা রায়। থাকবে লোকগান, গাইবেন চন্দনা মজুমদার, আবু বকর সিদ্দিক।

আয়োজনের বিশেষ আকর্ষণ কাঙ্গালিনী সুফিয়ার গান। তিনি গাইবেন ‘অন্ধকারের জীবন আমার’ এবং ‘মানুষ কখন আসে কখন যে যায়’ গান দুটি। সমবেত নৃত্যের মাধ্যমে শেষ হবে আয়োজন।

সারাবাংলা/পিএ

নবান্ন উৎসব শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর