রঙ্গ উৎসবে কত্থকে স্নাতা শাহরিন
১৩ নভেম্বর ২০১৮ ২১:০৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১৩:২৫
দেশের নামকরা সাংস্কৃতিক সংগঠন সাধনার আয়োজনে গত ১০ নভেম্বর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘রঙ্গ উৎসব’ শিরোনামে ধ্রুপদী নৃত্য উৎসব। উৎসবে ছয়জন নৃত্যশিল্পী পরিবেশন করেন ছয়টি ধারার নৃত্য।
এতে কত্থক পরিবেশন করেন স্নাতা শাহরিন। যার কত্থক নৃত্যের হাতেখড়ি গুরু শিবলী মহম্মদের কাছে। বর্তমানে স্নাতা কত্থক নৃত্য শিক্ষক হিসেবে কাজ করছেন নৃত্যাঞ্চল পারফর্মিং আর্ট একাডেমিতে ।
রঙ্গ উৎসবে তার পরিবেশনার রঙিন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত