সুপারহিরোর স্বপ্নদ্রষ্টা আর নেই
১৩ নভেম্বর ২০১৮ ১৮:১৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ১৮:৪৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
প্রয়াত হলেন স্পাইডারম্যান, আয়রনম্যান, দ্য হাল্ক-এর মতো জনপ্রিয় কমিক চরিত্রের জনক স্ট্যান লি। সোমবার (১২ নভেম্বর) ৯৫ বছর বয়সে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যান লি’র মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার মেয়ে জেসি লি।
আরও পড়ুন : আন্তর্জাতিক মুকাভিনয় উৎসবের ঘোষণা বুধবার
বাবার মৃত্যু নিয়ে জেসি লেখেন, ‘বাবা জীবন ভালবাসতেন। বেঁচে থাকার জন্য তিনি যা যা করেছেন, সব কিছু ভালবেসেই করেছিলেন। পরিবার তো বটেই, গোটা বিশ্বের অনুরাগীদের থেকে তিনি অনেক ভাবলবাসা পেয়েছেন।’
জেসি যদিও বাবার মৃত্যুর কারণ হিসেবে কিছু উল্লেখ করেননি। গণমাধ্যমগুলো জানাচ্ছে, সোমবার সকালে স্ট্যানকে তার হলিউড হিলসের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বয়সজনিত অসুস্থতার কারণে তার মৃত্যু হয়।
স্ট্যানের সৃষ্টির আগেও সুপারহিরো সম্পর্কে ধারণা ছিল মার্কিনদের। স্ট্যান সেই ধারণাকেই অন্য স্তরে নিয়ে যান নিজের কাজের মাধ্যমে। সুপারহিরোদের মধ্যে কোথাও কোথাও মনুষ্যত্বের বীজ বুনে দেন তিনি। ২০১০-এ স্ট্যান বলেছিলেন, ‘আমার মনে হয়, এদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিত্ব নিয়ে চর্চা করতে ভাল লাগবে। শুধুই এরা সুপারহিরো নয়। কখনো কখনো সাধারণ মানুষও সুপারহিরোও।’
স্ট্যানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী মহলে। তার সৃষ্ট চরিত্রদের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
শেখ হাসিনার গল্প আসছে চার প্রেক্ষাগৃহে
নানা আয়োজনে হুমায়ূন স্মরণ
কেমন দেখতে সাংবাদিক ‘প্রীতি’
‘মাই নেইবর টটোরো’ দেখবে চীন
১৫ বছর পর বড় পর্দায় অপি করিম