Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হয়রানির বিরুদ্ধে ‘আজ আমার পালা’


১২ নভেম্বর ২০১৮ ১৬:১৮ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৭:০৪

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

পাবলিক বাসে নারীদের যৌন হয়রানির ঘটনা এখন প্রায়ই শোনা যায়। বিষয়টি অহরহ হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে। সুযোগ পেলেই যেনো লোভাতুর চোখ, শরীর ও মন লালসায় ভরে ওঠে কিছু নরপশুর। বিষয়টি নিয়ে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে।

নির্মাতা-অভিনয়শিল্পীরাও তাদের কাজের মাধ্যমে এর প্রতিবাদ করেছে। তারই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আজ আমার পালা’। চলন্ত বাসে মেয়েদের যৌন হয়রানির গল্প নিয়েই নির্মিত হয়েছে  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। ছোট ছবিটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এর গল্প লিখেছেন নাজিম উদ দৌলা। যিনি এখন ব্যস্ত ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংশ পাহাড়’ সিনেমার চিত্রনাট্য করতে।

এর আগে নিজের গল্পে কাজ করলেও প্রথমবারের মতো অন্যের গল্পে কাজ করলেন নির্মাতা ভিকি জাহেদ। ডিওপি হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শায়লা খানম নাদিয়া, মনোজ কুমার, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে। ঢাকা-মাওয়া সড়কে শুটিং হয়েছে পুরো চলচ্চিত্রের। এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিলো বলে জানিয়েছেন পরিচালক।

স্বল্পদৈঘ্য চলচ্চিত্রটি প্রেযোজনা করেছে ধ্রুব এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির  ইউটিউব চ্যানেলে বুধবার (১৪ নভেম্বর) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজ আমার পালা’ প্রকাশ পাবে বলে জানায় কর্তৃপক্ষ।

সারাবাংলা/পিএ

চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর