Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েব সিরিজে প্রচার হবে আমিরের মহাভারত


১১ নভেম্বর ২০১৮ ১৬:৫১

আমির খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিটি নিয়ে এখনো আলোচনা শেষ হয়নি। আয়ের ধামাকা ছাড়াও ছবিটি নিয়ে সমালোচকেরা যেন থামছেই না। মন্দ-ভালো সবকিছু নিয়েই আলোচনায় আমির খান।

এরমধ্যেই নতুন করে আলোচোনায় এলেন তিনি। আমিরের স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’। অনেক বছর ধরেই এটি নিয়ে কাজ করছেন তিনি ও তার প্রযোজনা প্রতিষ্ঠান। এবার জানা গেল ‘মহাভারত’ নিয়ে নির্মিত হবে ওয়েব সিরিজে।

ওয়েব সিরিজের চিত্রনাট্যসহ অন্যান্য কাজ করতে আমির খান ও তার টিম যাবে যুক্তরাষ্ট্রে। সেখানে বসেই প্রি-প্রোডাকশনের চূড়ান্ত কাজ করবেন তারা। ওয়েব সিরিজটি প্রচার হবে সাত পর্বে। সাতটি পর্ব পরিচালনা করবেন ভিন্ন ভিন্ন পরিচালক। আর এতে কৃষ্ণের চরিত্রে অভিনয় করবেন আমির খান।

ওয়েব সিরিজে আমির নিচ্ছেন না কোনো জনপ্রিয় তারকা। কারণ তারকাদের নিয়ে কাজ করলে সিডিউল জনিত নানা সমস্যা ছাড়াও বিভিন্নরকম সমস্যা হয়। সেকারণেই তুলনামূলক নবীন শিল্পীদের নিয়েই কাজ করার পরিকল্পনা বলিউড পারফেকশনিস্টের।

সারাবাংলা/পিএ

আমির খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর