Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিরো’র ট্রেলারে শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব


১১ নভেম্বর ২০১৮ ১৩:০১ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৩:০৪

zero

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হলো শনিবার। শহরের নেতাজি ইনডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খান। এরপর শাহরুখ খানের ‘জিরো’ সিনেমাটির চমকচিত্র [ট্রেইলার] দেখিয়ে শুরু হয় উৎসবের মূল অনুষ্ঠান।

এ বছর পূর্ণ হলো বাংলা চলচ্চিত্রের ১০০ বছর ৷ তাই এবারের আয়োজন একটু বিশেষ ৷ উৎসবের শুরুতেই ছিল সংগীতানুষ্ঠান। পরিবেশনা করেন ওস্তাদ রশিদ খান, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, বিক্রম ঘোষ, লোপামুদ্রা, রূপঙ্কর ও উষা উত্থুপ। অনুষ্ঠানে অমিতাভকে স্বাগত জানান অভিনেতা দেব। শাহরুখ খানকে সম্মান জানান মিমি। সৌমিত্রকে শ্রদ্ধা জানান প্রসেনজিৎ। কোয়েল সম্মান জানান ওয়াহিদা রেহমানকে ৷

এ সময় আরও উপস্থিত ছিলেন, আনন্দ এল রাই, ইরানের পরিচালক মাজিদ মাজিদি, জয়া বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মহেশ ভাট, গৌতম ঘোষ, সব্যসাচী চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত।

উল্লেখ্য, উৎসব শুরু হওয়ার পর প্রথম সিনেমা হিসেবে দেখানো হয় উত্তমকুমার অভিনীত ছবি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’।

সারাবাংলা/টিএস

অমিতাভ বচ্চন কলকাতা চলচ্চিত্র উৎসব জিরো মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর