Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে উড়াল দিলেন রণপিকা


১০ নভেম্বর ২০১৮ ১৫:৪১

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

কথা পাকাপাকি ছিল। ভারতে নয়, ইতালিতে হবে রণপিকার বিয়ের অনুষ্ঠান। তারিখও চূড়ান্ত হয়েছিল আগে থেকে। নভেম্বরের ১৪ তারিখ আনুষ্ঠানিকভাবে গাঁটছাড়া বাধবেন বলিউডের এই দুই তারকা।

দিন ঘনিয়ে আসছে। গুনে গুনে তিন দিন। তারপর বাজবে বিয়ের সানাই। আর সেজন্য তিন দিন আগেই ইতালিতে উড়াল দিয়েছেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে, রণবীর এবং দীপিকার সঙ্গে গেছেন তাদের বাবা-মা, ভাই-বোনসহ খুবই কাছের কয়েকজন আত্মীয়।

এনডিটিভিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন-দুজনে একই রঙের পোশাক পরেছিলেন। মনের মিল যেন পোশাকে গিয়ে ঠেকেছে।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই প্রেম এখন বিয়ে পর্যন্ত গড়োতে চলেছে। তবে বিশেষ কাজ থাকার কারণে বিয়েতে উপস্থিত হতে পারবেন না তাদের প্রেমের এই সূত্রধর।

সারাবাংলা/আরএসও/পিএম

দীপিকা পাডুকোন রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর