প্রথমবারের মতো ‘উত্তরা সাংস্কৃতিক উৎসব’
৮ নভেম্বর ২০১৮ ১৫:০২ | আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৬:০৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বহু মানুষের বাস রাজধানীর উত্তরায়। ব্যস্ততম এলাকাও বলা যায়। যান্ত্রিক এলাকায় কাজের জন্য ছুটছে মানুষগুলো। সেই চাপ থেকে নিজেকে কিছুটা সামলে তোলার জন্য প্রয়োজন বিনোদনের। সেই অভাব থেকেই শুরু হতে যাচ্ছে ‘উত্তরা সাংস্কৃতিক উৎসব ২০১৮’।
আরও পড়ুন : চার শিল্পী পেলেন প্রধানমন্ত্রীর অনুদান
আজ (৮ নভেম্বর) প্রথমবারের মতো শুরু হচ্ছে যাচ্ছে ‘উত্তরা সাংস্কৃতিক উৎসব ২০১৮’। উত্তরার রবীন্দ্র সরনি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এই উৎসব। ৮, ৯, ১০ নভেম্বর- তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বরেন্য নাট্যজন মামুনুর রশীদ। উৎসবের শ্লোগান ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে চাই সাংস্কৃতিক জাগরণ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতি বরেন্য লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, বিশেষ অতিথি থাকবেন শিল্পী ফকির আলমগীর, হাসান আরিফ, কামাল বায়েজিদ, আহ্কাম উল্লাহ্, আহাম্মদ গিয়াস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তরার সভাপতি মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনদিনের প্রতিদিন সন্ধ্যায় থাকবে একক ও দলীয় গান, একক ও দরীয় আবৃত্তি, দলীয় নৃত্য, মূকাভিনয় এবং মঞ্চ নাটক।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
দীপিকা-রণবীরের বিয়ে ইতালীতে হবে তো!
প্রধানমন্ত্রীকে নিয়ে তথ্যচিত্র ‘শেখ হাসিনা দ্য লিডার’
আবারও ধরা পড়লেন অর্জুন-মালাইকা
তিউনিশিয়ার কারথেজ ফিল্ম ফেস্টিভ্যালে ‘হালদা’