Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাসের বিশ্রাম, এরপর আবার কেমো…


৭ জানুয়ারি ২০১৮ ১৬:০২

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি রহমান থাকেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দীর্ঘদিন ধরে অসুস্থ পলি। ভুগছেন ক্যানসারে। ওখানেই চিকিৎসা চলছে পলি রহমানের। গত বছরটা তাই মিলনের কেটেছে বাংলাদেশ টু আমেরিকা সফরে। শুটিংয়ে কয়েকদিনের বিরতি পেলেই লস অ্যাঞ্জেলেসে দৌড়েছেন মিলন। সময় দিয়েছেন স্ত্রীকে।

একদিন আগে, শনিবার, স্ত্রী পলিকে নিয়ে দেশে ফিরেছেন মিলন। এখন কি অনেকটা সুস্থ তিনি? রবিবার দুপুরে সারাবাংলাকে মিলন বলেন, ‘না, ওইভাবে না। ওকে দেশে নিয়ে এলাম যাতে মাস দুই রেস্ট নেয়। এরপর আবার চিকিৎসা শুরু হবে। এপ্রিল পর্যন্ত একটা রাউন্ড আছে। তারপর হয়তো শারীরিক অবস্থা বোঝা যাবে।’

ক্যালিফোর্নিয়ার ভ্যালি প্রেসবিটেরিয়ান হসপিটালে পলি রহমানের চিকিৎসা চলছে প্রায় এক বছর ধরে। কেমোথেরাপির পর সার্জারি হয়েছে। দুই মাসের বিশ্রাম শেষে আমেরিকা ফিরলে আবার নতুন কেমোথেরাপি দেওয়া শুরু হবে।

স্ত্রীর শুশ্রুষায় সময় দিতে গিয়ে আনিসুর রহমান মিলনের অভিনয়ে একটু ভাটা পড়েছে যদিও, কিন্তু দক্ষতার সঙ্গে সামলে নিচ্ছেন সব। দেশে যতোদিন থাকছেন, হাজির হচ্ছেন একক-ধারাবাহিকের সেটে। চেষ্টা করছেন যেন নিজের ব্যস্ততার অজুহাতে স্ত্রীর চিকিৎসায় বিন্দুমাত্র অবহেলা না হয়!

এদিকে ‘লাগ ভেলকি’ নামে নতুন একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে মিলনের। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবিটিতে মোশাররফ করিমেরও থাকার কথা। খবর ছিলো, মার্চে শুরু হবে শুটিং। মিলন বললেন, ‘দেশে ফিরেছি। কয়েকদিনের মধ্যে ছবিটি নিয়ে পরিচালকের সঙ্গে আলাপ হবে। তখন আপডেট জানাতে পারবো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেবিএন/পিএম

আনিসুর রহমান মিলন ক্যান্সার পলি রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর