Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতে আসছে ‘আহা রে’


৭ নভেম্বর ২০১৮ ১২:২৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

দ্বিতীয়বারের মতো আরিফিন শুভ অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। রঞ্জন ঘোষ পরিচালিত ছবির নাম ‘আহা রে’। সিনেমায় দুই বাংলার মুখরোচক খাবারকে তুলে ধরা হবে। সেই সঙ্গে সেই রান্নার সূত্র ধরেই হিন্দু-মুসলিম রাঁধুনির প্রেমের সম্পর্কের বিষয়টি বড় অংশ জুড়ে থাকবে। সোজাসাপ্টা কথায়, সিনেমার কাহিনী হিন্দু-মুসলিম প্রেমের কাহিনীকে ঘিরে বিস্তৃত হয়েছে ছবিতে।

বিজ্ঞাপন

হিন্দু-মুসলিম প্রেম নিয়ে ভারতে একাধিকবার সিনেমা নির্মিত হলেও সেসব নিয়ে অনেক বিতর্কও হয়েছে অনেক। খাবারের মধ্যে দিয়ে কেনো হিন্দু-মুসলিমের প্রেমের বিষয়টি তুলে ধরা চিন্তা মাথায় এলো? প্রশ্নের উত্তরে ছবির পরিচালক রঞ্জন ঘোষ ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘হিন্দু-মুসলিমের প্রেম শুনলেই আমাদের মনে হয় খুব হিংস্র কিছু হতে চলেছে। কিন্তু সব সময় শুধুমাত্র ধর্ম প্রেমে সমস্যা সৃষ্টি করে না। পারিপার্শ্বিক পরিস্থিতির জন্যও প্রেমিক প্রেমিকাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই বার্তাই খাবারের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেবে আমার এই সিনেমা।’

তিনি আরও বলেন, ‘বাবরি মসজিদ ধ্বংস হওয়ার সময় আমি খুব ছোট ছিলাম। পরবর্তীকালে বুঝতে পারি মানুষের জীবনে ধর্মই একমাত্র সমস্যা নয়। তাছাড়া আমি প্রচন্ড পেটুক। তাই ভাবনাচিন্তা সমস্তটাই রান্নার মধ্যে দিয়ে প্রকাশ করেছি।’

‘আহা রে’ যৌথ প্রযোজনার সিনেমা নয়। কলকাতার স্থানীয়ভাবে প্রযোজিত সিনেমা। তবে এটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। জানুয়ারির কনকনে শীতে মুক্তি পাবে ‘আহা রে’।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএম

আরিফিন শুভ ঋতুপর্ণা সেনগুপ্ত রঞ্জন ঘোষ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর